বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেন, এক পর্যায়ে তারা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে আধ ঘন্টার বেশী সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
ইসলামী ফাউন্ডেশন কতৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উনয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৮ম পর্যায়ে) প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন ভাতা প্রদানসহ ৫ দফা দাবীতে আজ শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে করা এই মানববন্ধনে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফিল্ড অফিসার মো. রবিউল আউয়াল, মাষ্টার ট্রেইনার মাওলানা আবু ছালেহ হানাফী, ফিল্ড সুপারভাইজার মো. মিলন মাহমুদ ভূইয়া, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হক প্রমূখ।
এ সময় বক্তারা ৫ দফা দাবী তুলে ধরেন। বক্তারা বলেন, প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে।
প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ের প্রকল্পে সয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল বের করা হয়।
আমারবাঙলা/ইউকে