চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে ৩৭টি ভিজিএফ কার্ডের চালসহ ইউপি সদস্য জোবদুল করিমের ভাতিজা ও এক ভ্যান চালককে আটক করে স্থানীয় জনতা।
রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজারে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দাইপুখুরিয়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য জোবদুল করিমের ভাতিজা ও উত্তর মকিমপুর গ্রামের মেসের আলীর ছেলে লিটন আলী ও ভ্যান চালক একই গ্রামের মৃত্যু রেস মোহাম্মদের ছেলে ভিখু আলী।
স্থানীয়রা জানান, গরীব ও অসহায়দের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে দাইপুখুরিয়া ইউপি সদস্য জোবদুল করিম (পারুল) সরকারি চাল অবৈধভাবে নিয়ে যাচ্ছে এই সময় স্থানীয় জনতা ইউপি সদস্য জোবদুল করিম (পারুল) এর ভাতিজা ও ভ্যান চালককে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিন্মায় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
ভ্যান চালক ভিখু আলী বলেন, এই ভ্যানের আগে এক ভ্যান চাউল পারুল মেম্বারের বাসায় রেখে এসেছি, দ্বিতীয় বার জনগণ আমাকে আটক করেছে। অভিযুক্ত ইউপি সদস্য জোবদুল করিম পারুলকে মোবাইলফোনে এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা বলেন , আমার ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আযাহার আলী জানান, বিষয়টা অবগত হয়েছি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            