ক্রীড়া ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-বিশেষ শিশু-কিশোরদের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৩।’
এনএএসপিডি’র আয়োজনে পাঁচটি ডিসিপ্লিনে যেখানে প্রায় ৩০০ জন বিশেষ শিশু-কিশোর অংশ নিবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুইড বাংলাদেশ কার্যলায়ে (৪/এ, ইস্কাটন গার্ডেন, ঢাকা) অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া, সভপতি, সুইড বাংলাদেশ এবং চেয়ারম্যান, আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট। এই সময় আরও উপস্থিত থাকবেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
সুইড বাংলাদেশের কার্যালয়ে দুই দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের পাঁচটি ডিসিপ্লিন হলো-বউচি, ঝুড়িতে বল নিক্ষেপ, টেবিল টেনিস, ক্যারম এবং ব্যাডমিন্টন। বিজয়ীদের করা হবে পুরস্কৃত। এছাড়া অংশ নেওয়া সবাইকে দেওয়া হবে শান্ত্বনা পুরস্কার।
এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            