বগুড়ার শাজাহানপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তিনি ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছিলেন একসময়ের দাপুটে ইমরান। তিনি শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।
সোমবার (১৯ মে) বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, রবিবার উপজেলার বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমরান হোসেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
স্থানীয়রা জানান, ইমরানের বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলনের সময়কার হামলার বিষয়ে কোনো মামলা ছিল না। কিছুদিন পালিয়ে থাকলেও সম্প্রতি প্রকাশ্যে চলাফেরা করছিলেন।
আমারবাঙলা/ইউকে