খেলা

লিভারপুলে নুনিয়েজের ৯ নম্বর জার্সি এবার কার

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের ৭ নম্বর কিংবা বার্সেলোনার ১০ নম্বর জার্সির মতো ততটা ঐতিহ্যবাহী না হলেও, লিভারপুলের ৯ নম্বর জার্সি গায়ে তুলেছেন অনেক কিংবদন্তি। ইয়ান রাশ, ফার্নান্দো তোরেস, রবি ফাওলার ও রবার্তো ফিরমিনোর মতো তারকা এই নম্বর গায়ে জড়িয়ে অ্যানফিল্ডের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। দারউইন নুনিয়েজ ক্লাবে আসার পর সবার চাওয়া ছিল তিনিও যেন সে পথেই হাঁটেন।

কিন্তু ২০২২ সালে দলবদলে সেই সময়ের ক্লাব রেকর্ড ভেঙে লিভারপুলে যোগ দেওয়া এই উরুগুইয়ান ফরোয়ার্ড তিন বছরে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। গ্রীষ্মের চলমান দলবদলে লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন তিনি। নুনিয়েজের বিদায়ের পর লিভারপুলের ৯ নম্বর জার্সিটি এখন খালি।

প্রশ্ন হচ্ছে, নুনিয়েজের পর ৯ নম্বর জার্সি গায়ে তোলার পথে কারা এগিয়ে আছেন? লিভারপুল অবশ্য আপাতত এই নম্বর কাউকে দেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করছে না। তবে এর মধ্যে ৯ নম্বর জার্সির সম্ভাব্য দাবিদার হিসেবে তিনটি নাম উঠে এসেছে। যার মধ্যে একজন অবশ্য এখনো লিভারপুলে যোগই দেনি। চলুন দেখা যাক, লিভারপুলের নতুন ৯ নম্বর হতে পারেন কে?

আলেক্সান্দার ইসাক
টানা কয়েক মৌসুম মিতব্যয়ী কেনাকাটার পর এবার টাকার বস্তা খুলেছে লিভারপুল। এই মুহূর্তে চলতি দলবদলে ইউরোপের সবচেয়ে বেশি খরচ করা ক্লাবও তারা। বায়ার লেভারকুসেন থেকে ফ্লোরিয়ান ভির্টজকে এনে ট্রান্সফারের রেকর্ড ভেঙেছে তারা। এবার সেই রেকর্ড ছাপিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককে দলে টানার চেষ্টা চলছে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৩ গোল করা ইসাকের দাম ধরা হয়েছে ১৫ কোটি পাউন্ড। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, লিভারপুলের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নিউক্যাসল। এরপরও অবশ্য হাল ছাড়েনি ‘অল রেড’রা। ইসাকও নাকি লিভারপুলে যোগ দেওয়া ছাড়া অন্য কিছু ভাবছেন না। ইসাকের দলবদল সম্পন্ন হলে তাঁর গায়েই উঠবে নুনিয়েজের রেখে যাওয়া ৯ নম্বর জার্সি। যদিও ইসাকের পছন্দ নাকি ১৪ নম্বর জার্সি।

হুগো একিতিকে
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে চলতি দলবদলে লিভারপুলে যোগ দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে। এরপর মৌসুম শুরুর আগে স্থায়ীভাবে পান ২২ নম্বর জার্সি। এই জার্সি পরেই কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাত্র ৫ মিনিটে করেছেন নিজের প্রথম গোলও।

অতীতে ৯ নম্বর পরার অভিজ্ঞতা থাকলেও এখনই লিভারপুল এই জার্সি হয়তো তাঁকে দেবে না। অ্যানফিল্ডের ক্লাবটি আক্রমণভাগের আরও শক্তি বাড়ানোর চেষ্টা করছে। ফলে ৯ নম্বর জার্সি পেতে একিতেকেকে হয়তো আরও অপেক্ষা করতে হবে। পাশাপাশি প্রমাণ করতে হবে নিজের যোগ্যতাও।

রিও এনগুমোহা
লিভারপুলে এখন সহজাত স্ট্রাইকারের ঘাটতি আছে। ইসাক শেষ পর্যন্ত না এলে ৯ নম্বর জার্সি সম্ভবত ফাঁকাই থাকবে। প্রাক্‌-মৌসুমে নজর কাড়া ১৬ বছর বয়সী রিও এনগুমোহা এখনো কোনো স্থায়ী জার্সি নম্বর পাননি।

ফলে ৯ নম্বর জার্সি পাওয়ার সুযোগ আছে তাঁরও। সাধারণত উইঙ্গার বা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এনগুমোহা। তবে শিগগিরই যে তাঁকে ৯ নম্বর জার্সিতে দেখা যাবে, এমন সম্ভাবনা কম।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমার বাঙলা নিবেদিত ‘কথা সামান্য’ অনুষ্ঠানের এবারের অতিথি অভিনেত্রী প্রিয়া অনন্যা

মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ের পেছনে থাকে না বলা অনেক গল্প, অনেক না-পাওয়া, প...

শিবগঞ্জে কৃষকের মাঝে শীতকালীন বীজ-সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ১০০ কৃষকের...

হাসিনা, তারেকসহ ডিজিএফআই এর সাবেক ৫ প্রধানের নামে ওয়ারেন্ট

আওয়ামী আমলে গুমের ঘটনায় দায়ের দুই মামলার বিচার শুরু হয়েছে। গতকাল বুধবার আন্তর...

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসীর বিরুদ্ধে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে মোব...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি...

শিবগঞ্জে জমির ধান পোকার আক্রমণে সয়লাব. কৃষক হতাশ

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুরের উপরচকপাড়...

ঢাকা ফিরছেন শহিদুল আলম!

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের হাতে আ...

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসীর বিরুদ্ধে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে মোব...

শিবগঞ্জে কৃষকের মাঝে শীতকালীন বীজ-সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ১০০ কৃষকের...

বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা