রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মোঃ নুরুল আলম নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আটক নুরুল আলম কক্সবাজার জেলার উখিয়া থানার মালভীটা ৫ নম্বর ওয়ার্ডের মৃত জালাল আহম্মেদের ছেলে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুল্লাহ সংগীয় ফোর্সসহ সদর উপজেলার খানখানাপুর এলাকায় অভিযান পরিচালনা করে নুরুল আলমকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নুরুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            