কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডাম্পার জব্দ করেছে। একই সঙ্গে ডাম্পার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছোট মহেশখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে অনুমোদনহীনভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট মালিককে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও মাটি কাটা যাবে না—এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আমারবাঙলা/এনইউআ