১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস–২০২৫ উদ্যাপন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক মনোজ্ঞ ও আনন্দঘন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উক্ত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বান্দরবান জেলা এর সভানেত্রী চামেলী খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
অনুষ্ঠানে গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করা হয়। এই আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে দেশপ্রেম ও ঐক্যের অনুভূতি আরও সুদৃঢ় হয়।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/এনইউআ