বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে আমরা ফুটবলের জার্সিতে দেখেই অভ্যস্ত; কিন্তু এবার তিনি পাঠকের সামনে এলেন ভিন্ন বেশে, ভিন্ন সাজে।
রাঙামাটির কাউখালী থেকে আসা এই খেলোয়াড় এখন পুরো বাংলাদেশের গর্ব। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও এখন প্রশংসা কুড়োচ্ছেন ঋতুপর্ণা।
ছোটবেলায় রোনালদোর খেলা পছন্দ ছিল, সেখান থেকেই রিয়াল মাদ্রিদকে ভালো লাগার শুরু। কালো রঙে বেশি স্বাচ্ছন্দ্য ঋতুপর্ণা চাকমা। কালো রঙে আত্মবিশ্বাস ফিরে পান তিনি।
খাবারের ক্ষেত্রে মায়ের হাতের বাঁশকোড়ল সবচেয়ে পছন্দ। সামুদ্রিক মাছ হলে তো কথাই নেই।
এক পোশাক ঘুরেফিরে তিন-চার বছর ধরে চালাতে পারেন বাংলাদেশের এই সুপারস্টার। পোশাকের ক্ষেত্রে অবশ্য ছিমছাম থাকতেই পছন্দ করেন ঋতু।
সব রঙের পোশাকই পরেন তিনি।
আমারবাঙলা/জিজি