বিনোদন

ব্যাংকার থেকে মহানায়ক বুলবুল

বিনোদন প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের মহানায়ক বুলবুল আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের এই দিনে ভক্তদের কাঁদিয়ে চিরতরে চলে গিয়েছিলেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিকের বেশি চলচ্চিত্রে। প্রতিভার স্বাক্ষর রেখেছেন চলচ্চিত্র নির্মাণেও।

‘ধীরে বহে মেঘনা’, ‘সূর্য কন্যা’, ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘দেবদাস’, ‘দিপু নাম্বার টু’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘কলমিলতা’, ‘মহানায়ক’, ‘দহন’, ‘এখনও অনেক রাত’, ‘শুভদা’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘দুই জীবন’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘দুই নয়নের আলো’ প্রভৃতি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেতা।

অভিনয় জগতে থিতু হওয়ার আগে তৎকালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছিলেন বুলবুল আহমেদ। শাখা প্রধান হিসেবে চাকরি করেছেন টানা ১০ বছর। তবে সেখানে তাঁর মন বসেনি। শেষমেশ ব্যাংকিং পেশা ছেড়ে দিয়ে অভিনয়ে নেমে পড়েন পুরোদমে।

বুলবুল আহমেদের ভাষ্য মতে, চাকরি ছেড়ে সেসময় অভিনয়ে তাঁর নাম লেখানো ছিল রীতিমতো জীবন নিয়ে জুয়া খেলা! এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ব্যাংকে চাকরি করা অবস্থায় বন্ধু-বান্ধবরা মিলে ‘জীবন নিয়ে জুয়া’ নামের একটি ছবি বানিয়েছিল, যেখানে তিনি অভিনয় করেছিলেন। বুলবুল আহমেদের মতে, সেই সিনেমাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যদিও সেটি আলোর মুখ দেখেনি। কিন্তু সেই সিনেমাটির পরই চাকরি ছেড়ে পুরোমাত্রায় অভিনয়ে সময় দেন তিনি। এ অভিনেতার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ইউসুফ জহির পরিচালিত ‘ইয়ে করে বিয়ে’। এরপর একের পর এক চলচ্চিত্রে বাজিমাত করেছেন তিনি। বিশেষ করে ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘দেবদাস’-এই দুটি চলচ্চিত্র দিয়ে জায়গা করে নেন সব শ্রেণির দর্শকের হৃদয়ে।

১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকার আগামসি লেনে জন্মগ্রহণ করেন বুলবুল আহমেদ। তাঁর আসল নাম তাবাররুক আহমেদ। বাবা-মা তাঁকে ‘বুলবুল’ বলে ডাকতেন। ছোটবেলা থেকেই ছিলেন লেখাপড়ায় বেশ মনোযোগী। পড়েছেন ঢাকার ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলে। সেখান থেকে এসএসসি পাস করে নটরডেম কলেজে ভর্তি হন। পড়েছেন সিলেটের এমসি কলেজেও। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর করে ১৯৬৫ সালে ব্যাংকের চাকরিতে যোগ দেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চা...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজনের...

গণভোটে পাস হলে পিআর পদ্ধতি উচ্চকক্ষে

জাতীয় ঐকমত্য কমিশন 'জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ ২০২৫'...

আশ্রমে জন্ম নেওয়া সেই নির্মাতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার নির্মাতা শিন সাং-হুন মারা গেছেন। বয়স হয়েছিল ৪০ বছর। কোরিয়ান সং...

উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চালু হয়েছে। আ...

আশ্রমে জন্ম নেওয়া সেই নির্মাতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার নির্মাতা শিন সাং-হুন মারা গেছেন। বয়স হয়েছিল ৪০ বছর। কোরিয়ান সং...

ম্যাচ চলাকালীন স্ট্রোকে মারা গেলেন বরিশালের ফিজিও

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের ক্রিকেটারদের সুস্থ রাখতে গত এক দশক...

‘রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক এখন ওয়াশিংটনের হাতে’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ...

সুন্দরবনের উপকূলে কীটনাশক ব্যবহারে জনস্বাস্থ্য হুমকিতে

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলীয় এলাকায় কৃষকরা কৃষি উৎপাদনে মাত্রাতিরিক্ত কীটন...

মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী সংকট

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী সংকটের কা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা