বিনোদন

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে প্রাণনাশের হুমকি ইরানের

বিনোদন ডেস্ক

নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি তেহরান থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছে নোবেল কমিটি। গত শুক্রবার এক বিবৃতিতে নোবেল কমিটি এ কথা জানায়।

নারী ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নার্গিসকে ২০২৩ সালে শান্তিতে নোবেল দেওয়া হয়। বিখ্যাত এই মানবাধিকারকর্মী গত এক দশকের বেশির ভাগ সময় কারাবন্দী ছিলেন। গত ডিসেম্বরে চিকিৎসাজনিত কারণে তাঁকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়। তবে তাঁর আইনজীবীরা বারবার আশঙ্কা প্রকাশ করে আসছেন, যেকোনো সময় তাঁকে আবারও গ্রেপ্তার করা হতে পারে।

নরওয়ের নোবেল কমিটির সভাপতি ইয়র্গেন ওয়াটনে ফ্রাইদনেস বিবৃতিতে বলেন, তিনি নার্গিস মোহাম্মদির কাছ থেকে একটি ‘জরুরি ফোনকল’ পেয়েছেন। ৫৩ বছর বয়সী নার্গিস তাঁকে জানিয়েছেন, তাঁর জীবনের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পড়েছে।

ফ্রাইদনেস বলেন, তাঁর নিজের ভাষায়, ‘আমি শাসকগোষ্ঠীর এজেন্টদের কাছ থেকে সরাসরি ও পরোক্ষভাবে “শারীরিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার” হুমকি পেয়েছি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, নার্গিস মোহাম্মদিকে দেওয়া হুমকি থেকে এটি স্পষ্ট যে তিনি যদি ইরানের অভ্যন্তরে সব ধরনের জনসম্পৃক্ততা এবং গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক প্রচার বা গণমাধ্যমে অংশগ্রহণ থেকে নিজেকে দূরে না রাখেন, তাহলে তাঁর নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

কমিটি জানায়, তারা নার্গিস মোহাম্মদিসহ দেশটির শাসকগোষ্ঠীর সমালোচক যেসব নাগরিক এ ধরনের হুমকিতে রয়েছেন, তাঁদের নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। কর্তৃপক্ষের প্রতি তাদের আহ্বান, ‘তাঁদের কেবল প্রাণ রক্ষাই নয়, মতপ্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে।’

নার্গিস মোহাম্মদি ইরানে মৃত্যুদণ্ডের বিস্তৃত ব্যবহার এবং নারীদের বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সোচ্চার। এ কারণে তাঁকে একাধিকবার বিচারের মুখোমুখি এবং কারাবরণ করতে হয়েছে।

ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই নার্গিস মোহাম্মদিকে মূলত নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় তিনি কারাগারে থাকায় সন্তানেরা তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চালাকচর বাজারে ভোক্তা অধিকারের অভিযান

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি, নরসিংদী জেলায় চালাকচর বাজ...

১৭ ডিগ্রিতে নামলো ঢাকার তাপমাত্রা

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি বাড়ছে। তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াস...

বে–টার্মিনালে বিনিয়োগের আগে প্রকল্প যাচাইয়ে ব্যস্ত বিশ্বব্যাংক টিম

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণে সবচেয়ে বড় উদ্যোগ ‘বে–টার্মি...

২৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচে...

আইপিএল নিলামের তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, জায়গা হয়নি সাকিবের

আসন্ন আইপিএল নিলামের জন্য ঘোষিত ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পানন...

দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে প্রিয়া আক্তার...

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২২ জনকে ধরল নৌবাহিনী

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর সমুদ্র থেকে...

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট...

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।...

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ঘনচিনি জব্দ

চীন থেকে ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ হিসেবে ঘোষিত একটি কনটেইনারে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা