বান্দরবানের পর্যটনকেন্দ্র নীলাচল সড়কের মেঘদুয়ারি রিসোর্ট থেকে রিসোর্টের মালিক বাবু কর্মকার এবং ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করেছে একদল সন্ত্রাসী।
সোমবার (৮ ডিসেম্বর) রাতের দিকে ১০-১২ জনের একটি দল রিসোর্টে ঢুকে দু’জনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ঘটনার পর মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এই অপহরণের সঙ্গে জড়িত—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেলে করে বান্দরবান শহর থেকে রিসোর্টের দিকে ফেরার পথে তাদের ধরে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশের জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়।
অপহৃত মালিকের ছোট ভাই রাজু কর্মকার জানান, এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি। তবে বেশ কিছুদিন ধরে একদল চাঁদাবাজ তাদের কাছে অর্থ দাবি করে আসছিল। তিনি তার ভাইকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন।
পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অপহৃত দুইজনকে উদ্ধার করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
আমারবাঙলা/এনইউআ