চট্টগ্রামের চান্দগাঁও থানায় অভিযানে এক দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাতে থানার ওসি মো. জাহেদুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল চান্দগাঁওয়ের বাড়ইপাড়া এলাকার হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনীতে অভিযান চালায়।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ইমন হোসেন (২২)। তিনি কথিতভাবে সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা চক্রের অন্যতম অস্ত্রধারী সহযোগী। ইমন নাটোরের বরাইগ্রাম উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকার একটি কলোনীতে থাকতেন।
অভিযানে ইমনের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও কয়েকজনকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ইমন হোসেনের বিরুদ্ধে এর আগে চান্দগাঁও থানায় অস্ত্র আইনে আরও তিনটি এবং মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আজ আদালতে হাজির করা হয়েছে।
আমারবাঙলা/এনইউআ