বগুড়ার মোকামতলা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক কারবারি আব্দুল হালিম (৩৬) পাবনার আমিনপুরের রাজা-নারায়নপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে আগের ছয়টি মামলা রয়েছে। মাদক উদ্ধার ব্যাপারে শিবগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, শনিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। মাদক কারবারিকে আটকের পর তার কাছে থাকা স্কুলব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে মোকামতলা পুলিশ।
আমারবাঙলা/ইউকে