নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় ৪৭৭৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফেরদৌসী ইসলাম। তিনি উপজেলার প্রথম নারী চেয়ারম্যান।
ফেরদৌসী ইসলাম শিবপুর উপজেলা মহিলা লীগের সভাপতি ও বাংলাদেশ মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মো: সিরাজুল ইসলাম মোল্লার সহধর্মীনী। তিনি শিবপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসতেছেন।
উনাকে বিজয়ী করার জন্য শিবপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে ফেরদৌসী ইসলাম বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিবপুর বাসীকে নিয়ে একসাথে কাজ করতে চাই।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            