ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইউএনও মো. মুস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরে। কলেজ কর্তৃপক্ষও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভেন্যু পরিবর্তনের জন্য ইউএনওর কাছে লিখিত আবেদন জমা দিয়েছে।

পরীক্ষার্থী মো. রাহাত শেখ ও জিহাদ হোসেন জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা অনুযায়ী তাদের ভেন্যু নির্ধারণ করা হয়েছে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজে, যা বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।

তারা বলেন, "উক্ত কলেজের যাতায়াত ব্যবস্থা খুবই দুর্বল। এতে আমাদের অনেক সময় নষ্ট হবে এবং পরীক্ষায় মনোযোগ দিতে অসুবিধা হবে।"

শিক্ষার্থী অনিক তাহসিন সুপ্তি বলেন, "অজপাড়া গাঁয়ে অবস্থিত একটি কলেজে আমাদের পরীক্ষার ভেন্যু নির্ধারণ করায় আমরা আতঙ্কিত। সেখানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা অনুপযুক্ত এবং নিরাপত্তার অভাব রয়েছে।"

শিক্ষার্থীদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার ভেন্যু হতে হবে মূল কেন্দ্রের নিকটবর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। সে অনুযায়ী, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজেই তাদের ভেন্যু নির্ধারণ করা উচিত।

বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহ নেওয়াজ পারভেজ বলেন, "২৬ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য সরকার ১৭ মার্চ কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। এতে আমাদের কলেজের পরীক্ষার্থীদের জন্য যে ভেন্যু নির্ধারণ করা হয়েছে, তা শহর থেকে অনেক দূরে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি হবে। তাই আমরা ভেন্যু পরিবর্তনের জন্য ইউএনওর কাছে আবেদন করেছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, "শিক্ষার্থীদের প্রতিনিধি দল তাদের দাবির বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।"

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মো. রাহাত শেখ, মো. জিহাদ হোসেন ও অনিকা তাহসিন সুপ্তি। এছাড়াও বক্তব্য দেন সুপ্তি, অথৈই কুন্ডু, তন্নী, নিপা, জান্নাত, মায়া, সিজান, সিয়াম, উৎস, ইথুনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা দ্রুত ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বলেছেন, তা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনা–৩ আসনে মনোনয়ন পেলেন মাওলানা শেখ শামছুদ্দোহা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া)...

বিজয় দিবস উপলক্ষে আমাদের উত্তরা ফাউন্ডেশনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন ক...

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে কেজিডিসিএলের ক্রাশ প্রোগ্রাম

ট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা প্রতিরোধ এবং মূল্যবান প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে সর...

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ ট...

শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতা হরিপদ রায় গ্রেপ্তার

বিভিন্ন মামলার আসামি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা....

কুলাউড়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রেপ্তার

দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মৌ...

বাস্তবতার মুখোমুখি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

তারকাদের জীবনে আলোচনার পাশাপাশি সমালোচনা যেন নিত্যসঙ্গী। এই বাস্তবতার মুখোমুখ...

খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি...

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৫ জন আটক

কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৫জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল...

ঝুলন্ত অবস্থায় হাজারীবাগে মিললো এনসিপি নেত্রী জান্নাতারার মরদেহ

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রীবাস থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা