নীলফামারীতে পৌর ফিটনেস সেন্টার ও মাঠের সৌন্দর্য বর্ধণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে (৩ মে) ফলোক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পৌর প্রশাসক সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি (জিপি) এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নীলফামারী শহরের হৃদপিণ্ড হলো এই মাঠ। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মানুষের আনাগোনায় মুখোরিত হয়ে উঠে কিন্তু অনেক ঘাটতি রয়েছে মানুষকে বিনোদন দেয়ার জন্য।
আমরা বিভিন্ন গাছ লাগিয়ে সুশীতল করতে চাই এই মাঠকে। এর ফলে যেমন সৌন্দর্য বাড়বে তেমনি মানুষও উপকৃত হবে।
নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, শারীরিক ব্যায়ামের চাহিদার কথা মাথায় রেখে মাঠের কোণে একটি ফিটনেস সেন্টার স্থাপনের উদ্যোগ নেই। এখানে পুরুষ মহিলা উভয়ই ব্যায়াম করতে পারবেন।
এছাড়াও মাঠে ফোয়ারা স্থাপন এবং শহরকে নীল রঙয়ে সাজিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে পৌরসভার।
আমারবাঙলা/ইউকে