কুমিল্লার তিতাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাড়ে তিন বছর পর অবশেষে মেম্বার হিসেবে শপথ নিলেন মো. খোকন। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিন তার কক্ষে খোকনকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর জগতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ৬ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোকন পান ২৯৭ ভোট। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে খোকন একই বছর নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে প্রায় দুই বছর পর ভোট পুনর্গণনা করা হলে দেখা যায়, খোকন পান ২৯৭ ভোট এবং নুরুল ইসলাম পান ২৯৬ ভোট।
এরপর সংশোধনী গেজেট প্রকাশিত হয় গত বছরের ৩০ ডিসেম্বর। তবে নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সর্বশেষ হাইকোর্টও নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। এরই ধারাবাহিকতায় বুধবার আনুষ্ঠানিকভাবে খোকনকে শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ নেওয়ার পর মো. খোকন বলেন, ‘তখন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হারানো হয়েছিল। দীর্ঘ সময় ভোগান্তি পেরিয়ে অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।’
আমারবাঙলা/এফএইচ