জাতীয়
অন্তর্র্বতীকালীন সরকারের ১০০ দিন

তথ্য অধিদফতরের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত জুলাই ’২৪-এর গণঅভ্যুত্থানের সকল নিদর্শন আমাদের জাতীয় সম্পদ। রাষ্ট্রের স্মৃতি ভান্ডারে সযত্নে সংরক্ষণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদফতর অন্তর্র্বতী সরকারের ১০০ দিনের কার্যক্রমে গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করেছে সেইসব ঐতিহাসিক মুহূর্ত ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের কাজ।

ইতোমধ্যেই সারাদেশে ছড়িয়ে থাকা আন্দোলনের স্থিরচিত্র, সংবাদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করে প্রকাশনার কাজ শুরু করেছে তথ্য অধিদফতর। ১০০ দিনের অর্জনের খাতায় যুক্ত হচ্ছে জনগণের কাছে পাওয়া হাজারের উপরে ভিডিওচিত্রের ডিজিটাল আর্কাইভ।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত তথ্যবিবরণীতে এসব কথা বলা হয়েছে।

রক্তস্নাত জুলাই বিপ্লব’ নামে স্থিরচিত্রের একটি অ্যালবাম প্রকাশ করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে। অ্যালবামটিতে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমে প্রকাশিত ছবি ক্যাপশনসহ সন্নিবেশ করা হয়েছে।

এছাড়া ‘রক্তস্নাত জুলাই বিপ্লব’ শিরোনামে সংবাদপত্রে প্রকাশিত সংবাদের সংকলন বিষয়ক ১০ (দশ) খণ্ডের আরেকটি প্রকাশনার মুদ্রণের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সংকলনটির ২টি খণ্ডের মুদ্রণের কাজ সমাপ্ত হয়েছে।

জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন উৎস থেকে ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় হাজারখানেক ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত আন্দোলনের ভিডিওচিত্রের একটা বড় সংগ্রহ ইতোমধ্যেই স্থান পেয়েছে তথ্য অধিদফতরের আর্কাইভে।

বর্তমান সরকারের বিগত ১০০ দিনে তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে প্রকাশের জন্য প্রেরণ করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন বিষয়ে সরকারের গৃহীত নানা কার্যক্রমের ৬৬টি তথ্যবিবরণী; রিলিজ করা হয়েছে ১১৪টি স্থিরচিত্র। রাষ্ট্র সংস্কার, দুর্নীতি প্রতিরোধ ও বৈষম্য নিরসনসহ সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহের ওপর ১৩টি ফিচার ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া এ বিষয়ে অংশীজনের অংশগ্রহণে ২টি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময়ের মধ্যে তথ্য অধিদফতরের সেবা গ্রহীতাদের জন্য প্রাপ্যতার ভিত্তিতে আরও দ্রুত সেবা নিশ্চিত করতে স্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন গ্রহণ, স্থায়ী/অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু/নবায়নের আবেদন গ্রহণ, অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভির নিবন্ধন সনদ ইস্যু ও নবায়নসহ ১৪ ধরনের সেবা ডিজিটাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

১০০ দিনে রক্তাক্ত জুলাইয়ের মূল্যবান স্মৃতির এই সমৃদ্ধ ভাণ্ডার শুধু অধিদফতরের নিজস্ব ব্যবস্থাপনায় নয়, এর স্থায়ী ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করার জন্য এসকল কনটেন্ট প্রেরণ করা হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভেও। এতে ভবিষ্যৎ প্রজন্ম পরিচিত হবে তাদের পূর্বসূরীদের প্রতিবাদী ইতিহাস ও বীরত্বগাথার সাথে। জাতির ইতিহাস সংরক্ষণের পাশাপাশি সাংবাদিক, লেখক, গবেষক, চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই সংগ্রহ খোরাক জোগাবে বস্তুনিষ্ঠতার।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনা–৩ আসনে মনোনয়ন পেলেন মাওলানা শেখ শামছুদ্দোহা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া)...

বিজয় দিবস উপলক্ষে আমাদের উত্তরা ফাউন্ডেশনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন ক...

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে কেজিডিসিএলের ক্রাশ প্রোগ্রাম

ট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা প্রতিরোধ এবং মূল্যবান প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে সর...

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ ট...

শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতা হরিপদ রায় গ্রেপ্তার

বিভিন্ন মামলার আসামি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা....

মনোহরদীতে পন্ডিত ছত্তার বিদ্যাভুবনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নরসিংদীর মনোহরদীতে পন্ডিত সাত্তার বিদ্যাভবনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃ...

কুলাউড়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রেপ্তার

দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মৌ...

বাস্তবতার মুখোমুখি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

তারকাদের জীবনে আলোচনার পাশাপাশি সমালোচনা যেন নিত্যসঙ্গী। এই বাস্তবতার মুখোমুখ...

খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি...

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৫ জন আটক

কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৫জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা