মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটকের সামনে থাকা জেলা প্রশাসকের ব্যবহৃত গাড়ি ভাংচুর করার দায়ে আবু জাফর (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে গাড়ি ভাংচুরের ঘটনায় প্রশাসনিক কার্যালয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে। তৎক্ষাণিকভাবে গাড়িটি সরিয়ে গ্যারেজে বন্ধ করে রাখা হয়।
আটককৃত যুবক পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বানিয়া পাড়া যতনপুকুরী এলাকার মো. সামসুদ্দীন আহম্মেদ ছেলে।
এ ঘটনায় আটককৃত যুবককে প্রশাসনিক কার্যালয়ের ভেতরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় সদর থানা পুলিশ জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            