ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সোজাসাপটা অস্বীকৃতি জানানোর এক দিনেরও কম সময়ের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সমর্থন দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) 'নিউইয়র্ক ঘোষণা' নামে প্রস্তাবটি ১৪২ ভোটে পাস হয়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ, যার মধ্যে ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও রয়েছে। এছাড়া, ভোটদানে বিরত ছিল আরও ১২টি দেশ।

প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনকে 'বাস্তবসম্মত, সময়বদ্ধ ও অপরিবর্তনীয়' পদক্ষেপের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এগোনোর আহ্বান জানানো হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে উত্থাপিত সাত পৃষ্ঠার নথিতে গাজা যুদ্ধ অবসানসহ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ন্যায্য, শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে 'সম্মিলিত পদক্ষেপ' নেওয়ার কথাও বলা হয়েছে।

এতে হামাসকে সব জিম্মিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজায় শাসন বন্ধ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য 'কার্যকর পরিকল্পনা' তৈরির সৌদি-ফরাসি উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও, ইসরায়েলি ঔপনিবেশিক দখলদারিত্বের অবসান ঘটাতে এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠায় প্রক্রিয়াগুলো সক্রিয় করার আহ্বান জানানো হয়েছে।

ভোটের পর আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে রিয়াদ ও প্যারিসের যৌথ সভাপতিত্বে জাতিসংঘের এক শীর্ষ সম্মেলন বসবে। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ একাধিক নেতা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইতিমধ্যেই জাতিসংঘের ১৪৬ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। চলতি মাসের শেষ দিকে ফ্রান্স, নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যসহ আরও প্রায় দশটি দেশ সেই তালিকায় যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ এই ভোটাভুটির পর ইসরায়েল তাৎক্ষণিকভাবে ঘোষণাটিকে প্রত্যাখ্যান করে একে 'লজ্জাজনক' আখ্যা দিয়েছে।

ভোটাভুটি এমন এক সপ্তাহে হলো, যখন ইসরায়েল গাজা ও অধিকৃত পশ্চিম তীরে হামলার পাশাপাশি লেবানন, ইয়েমেন, সিরিয়া, তিউনিসিয়া ও কাতারে প্রাণঘাতী আক্রমণ চালায়। এসব হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা শহর দখলের পরিকল্পনার অংশ হিসেবে এ সপ্তাহে তারা পাঁচ দফা বিমান হামলা চালিয়েছে। এতে ৫০০টিরও বেশি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সেনাদের ভাষ্য, 'হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলার গতি আরও তীব্র করা হবে।'

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

মহান বিজয় দিবসে কোস্ট গার্ডের দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধ...

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে বিজয় দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সব নৌ অঞ্চলে ম...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা