সংগৃহীত
খেলা

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

আট বছর পর মাঠে গড়িয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের লড়াইয়ের এই টুর্নামেন্টের আজ পর্দা নামবে। এবারের আয়োজক পাকিস্তান হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। যেখানে বাংলাদেশ সময় বিকাল ৩টায় আজ রবিবার (৯ মার্চ) মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

শিরোপার হিসেবে এই টুর্নামেন্টে যৌথভাবে সফল দল ভারত। তাদের রয়েছে দুইটি শিরোপা, যদিও সবশেষ শিরোপা জিতেছিল ২০১৩ সালে। এর আগের আসরে ফাইনাল খেললেও হেরেছিল পাকিস্তানের কাছে। আর নিউজিল্যান্ডের রয়েছে একটি শিরোপা সেটিও তারা জিতেছিল ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে। তাই আজকের ম্যাচে দুই দলের লক্ষ্যই থাকবে শিরোপা পুনরুদ্ধারের। যেখানে স্বাভাবিকভাবেই কন্ডিশন ও ভেন্যুর হিসেবে ফেবারিট হিসেবে থাকবে ভারত।

এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে ভারতই একমাত্র দল যারা এক ভেন্যুতেই খেলেছে কোনো রকম সফর করতে হয়নি। কারণ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, আর ভারত রাজনৈতিক কারণে সেখানে খেলতে সম্মত না হওয়ায় শেষ পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের ‘হাইব্রিড মডেল’ বেছে নিয়েছে। যেখানে ভারতের ম্যাচগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে, আর বাকি সব ম্যাচ আয়োজিত হয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে। আর দুবাই ভারতের ক্রিকেটারদের কাছে বেশ পরিচিতও। কেননা তারা এখানে ২০২০ এবং ২০২১ মৌসুমে আইপিএলের ম্যাচ আয়োজন করেছিল। বলা চলে এটি তাদের জন্য ঘরের মাঠই। যেখানে ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড তাদের চার ম্যাচ খেলতে করাচি, রাওয়ালপিন্ডির, দুবাই, লাহোর ঘুরে ফের এসেছে ফাইনাল খেলতে দুবাইয়ে এ নিয়ে বাহিরে বেশ সমালোচনা হলেও মাঠে যে তার প্রভাব নেই তা বলাই যায়।

এদিকে গেল কয়েক আসর ধরেই বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির টানা তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। এটি তাদের ধারাবাহিক সাফল্যের অন্যতম প্রমাণ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। তবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই গল্প আর পুনরাবৃত্তি হয়নি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উচিয়ে ধরেছিল শিরোপা। বছর না ঘুরতেই তাদের সামনে আরো একটি বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের হাতছানি।

এবারের আসরে ভারত এখন পর্যন্ত হারেনি একটি ম্যাচও। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ উড়িয়ে শুরু করেছিলো তারা এবারের আসর। এরপর পাকিস্তান, নিউজিল্যান্ড ও সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে উড়িয়ে সবার আগে নিশ্চিত করেছিল ফাইনালের টিকিট। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডও আসরের শুরু থেকে উড়ছিল। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশকেও উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হেরেছিল। যদিও সেমিতে ফের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তবে নিউজিল্যান্ডকে ওড়াতে ফাইনালে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারত প্রবল আত্মবিশ্বাস নিয়ে নামবে। দুর্দান্ত ব্যাটিং লাইনআপ, অভিজ্ঞ বোলিং ইউনিট এবং সাম্প্রতিক সাফল্য ভারতের ফেবারিট তকমা নিশ্চিত করেছে। তবে নিউজিল্যান্ডও কম যায় না। হয়তো দলে বড় মাপের তারকা নেই ভারতের মতো তবে তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে তাদের দুর্দান্ত একটি দল বানানো রয়েছে। আর দলের সবাই রয়েছে দারুণ ফর্মেও। তাদের দলীয় সংহতি ও চাপ সামলানোর ক্ষমতা প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। দুই দলই ফাইনালে জয়ের জন্য মরিয়া, তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম ভারতের পক্ষেই কথা বলছে। এখন দেখার বিষয়, দুবাইয়ের মঞ্চে কার হাতে উঠে ক্রিকেটের মর্যাদাপূর্ণ এ ট্রফি!

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার: মাহফুজ আলম​​​​​​​

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে...

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, কাজ করছে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে : আয়াতুল্লাহ হুঁশিয়ারি

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দাতা সড়ক এলাকায় স্থানীয়দের উদ্যো...

রাজনীনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা