সারাদেশ

চা বাগানে নতুন পাতা উত্তোলন শুরু

এম এ রকিব, মৌলভীবাজার

চলতি চা মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন অর্জনের লক্ষ্যে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে নতুন পাতা উত্তোলন বা প্লাকিং করা শুরু করেছেন বাগান কর্তৃপক্ষ। দোয়া মাহফিল ও চা শ্রমিকদের পক্ষ থেকে পুজা অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে চা পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে বিভিন্ন বাগানে।

এর’ই ধারাবাহিকতায় সোমবার (১০মার্চ) সকালে মহসিন টি হোল্ডিংস লিমিটেড এর শ্রী গোবিন্দপুর চা বাগানে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় মৌসুমের নতুন চা পাতা চয়ন বা উত্তোলনের।

এ সময় বাগানের স্বত্তাধিকারী মোঃ মহসিন মিয়া মধুসহ বাগানের কর্মকর্তা-কর্মচারী, চা শ্রমিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মোনাজাত পরিচালনা করেন গোবিন্দপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর।

নতুন পাতা চয়ন উদ্বোধন শেষে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রশান্ত কুমার সরকার জানান, বাগানে দোয়া মাহফিল এবং চা শ্রমিকদের পক্ষ থেকে গীতাপাঠসহ পূজা-অর্চনার মাধ্যমে অধীর আগ্রহে এবং পরম আনন্দে চায়ের কচি পাতা দুহাত ভরে উত্তোলন করছেন চা শ্রমিকরা।

তিনি আরো জানান, এ বছর জাতীয়ভাবে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০৩ মিলিয়ন কেজি বা ১০ কোটি ৩০ লক্ষ কেজি নির্ধারন করা হয়েছে। এর মাধ্যে ৯০০ একর জায়গার শ্রী গোবিন্দপুর চা বাগানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় লাখ কেজি চা পাতা উৎপাদনের। যদিও বৃষ্টির কারণে এবার নতুন পাতা উত্তোলন কিছুটা দেরি হয়েছে তবুও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত ঘটবে না। কারণ নিজস্ব ব্যবস্থাপনায় কিছু কিছু সেকশনে সেচ দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন আগামি কয়েক দিনের মধ্যেই বৃষ্টিপাত হবে, তখন সবুজে সবুজে ভরে যাবে চা বাগান।

জানাযায়, চা বাগানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতি বছর ডিসেম্বর মাসে চা গাছগুলোর মাথা নির্দিষ্ট মাপ অনুসারে ছেঁটে ফেলা হয়। এ সময় বাগানে চা পাতা উৎপাদন বন্ধ থাকে। তবে চা গাছের পরিচর্যায় ব্যস্থ থাকেন শ্রমিকরা। টানা তিন মাস ধরে অপেক্ষা শেষে চা পাতা উত্তোলন শুরু করা হয় সাধারনত মাচ মার্সের শুরু থেকে। এবার বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে পাতা চয়ন শুরু করতে। তবে অনেক বাগানে নিজস্ব ব্যবস্থাপনায় কৃত্রিম বৃষ্টি ঝড়ানোর কারণে নতুন কুঁড়ি গজিয়েছে। এতে অনেক চা বাগানে এখন চোখ জুড়ানো সবুজ আর সবুজ কচি পাতার হাতছানি। তবে বৃষ্টিপাতের পর বদলে যাবে চা বাগানের পরিবেশ ও প্রকৃতি। তৃপ্তির হাসি ফুটবে তখন চা শ্রমিকদের চোখেমুখে।

চা-বাগানের ম্যানেজার পাবেল বলেন, অনুকূল আবহাওয়া থাকলে এবং শ্রমিকদের আন্তরিকতায় এ বছর আমাদের লক্ষ্যমাত্রা চা উৎপাদন সম্ভব হবে। আমাদের বাগানে সব সময়’ই কোয়ালিটি চা উৎপাদন করে থাকি। এবছরও এর ব্যাতিক্রম হবে না ইনশাআল্লাহ।

মহসিন টি হোল্ডিংস লিমিটেড এর স্বত্তাধিকারী মোঃ মহসিন মিয়া মধু বলেন, আমরা চা উৎপাদনে সবচেয়ে বেশি মনোযোগি কোয়ালিটি চায়ের উপর। আমার স্টাফদের বলেছি কোয়ালিটি চা উৎপাদন নিশ্চিত করার জন্য। চায়ের মান বাড়ানোর জন্য আমরা প্লুনিং করেছি, এবং চা গাছের সর্বোচ্চ পরিচর্যা করিয়েছি। এজন্য এবার আমরা টার্গেট করেছি নয় লাখ কেজি চা উৎপাদনের। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সেটা সম্ভব।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা