সারাদেশ

চা বাগানে নতুন পাতা উত্তোলন শুরু

এম এ রকিব, মৌলভীবাজার

চলতি চা মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন অর্জনের লক্ষ্যে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে নতুন পাতা উত্তোলন বা প্লাকিং করা শুরু করেছেন বাগান কর্তৃপক্ষ। দোয়া মাহফিল ও চা শ্রমিকদের পক্ষ থেকে পুজা অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে চা পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে বিভিন্ন বাগানে।

এর’ই ধারাবাহিকতায় সোমবার (১০মার্চ) সকালে মহসিন টি হোল্ডিংস লিমিটেড এর শ্রী গোবিন্দপুর চা বাগানে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় মৌসুমের নতুন চা পাতা চয়ন বা উত্তোলনের।

এ সময় বাগানের স্বত্তাধিকারী মোঃ মহসিন মিয়া মধুসহ বাগানের কর্মকর্তা-কর্মচারী, চা শ্রমিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মোনাজাত পরিচালনা করেন গোবিন্দপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর।

নতুন পাতা চয়ন উদ্বোধন শেষে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রশান্ত কুমার সরকার জানান, বাগানে দোয়া মাহফিল এবং চা শ্রমিকদের পক্ষ থেকে গীতাপাঠসহ পূজা-অর্চনার মাধ্যমে অধীর আগ্রহে এবং পরম আনন্দে চায়ের কচি পাতা দুহাত ভরে উত্তোলন করছেন চা শ্রমিকরা।

তিনি আরো জানান, এ বছর জাতীয়ভাবে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০৩ মিলিয়ন কেজি বা ১০ কোটি ৩০ লক্ষ কেজি নির্ধারন করা হয়েছে। এর মাধ্যে ৯০০ একর জায়গার শ্রী গোবিন্দপুর চা বাগানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় লাখ কেজি চা পাতা উৎপাদনের। যদিও বৃষ্টির কারণে এবার নতুন পাতা উত্তোলন কিছুটা দেরি হয়েছে তবুও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত ঘটবে না। কারণ নিজস্ব ব্যবস্থাপনায় কিছু কিছু সেকশনে সেচ দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন আগামি কয়েক দিনের মধ্যেই বৃষ্টিপাত হবে, তখন সবুজে সবুজে ভরে যাবে চা বাগান।

জানাযায়, চা বাগানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতি বছর ডিসেম্বর মাসে চা গাছগুলোর মাথা নির্দিষ্ট মাপ অনুসারে ছেঁটে ফেলা হয়। এ সময় বাগানে চা পাতা উৎপাদন বন্ধ থাকে। তবে চা গাছের পরিচর্যায় ব্যস্থ থাকেন শ্রমিকরা। টানা তিন মাস ধরে অপেক্ষা শেষে চা পাতা উত্তোলন শুরু করা হয় সাধারনত মাচ মার্সের শুরু থেকে। এবার বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে পাতা চয়ন শুরু করতে। তবে অনেক বাগানে নিজস্ব ব্যবস্থাপনায় কৃত্রিম বৃষ্টি ঝড়ানোর কারণে নতুন কুঁড়ি গজিয়েছে। এতে অনেক চা বাগানে এখন চোখ জুড়ানো সবুজ আর সবুজ কচি পাতার হাতছানি। তবে বৃষ্টিপাতের পর বদলে যাবে চা বাগানের পরিবেশ ও প্রকৃতি। তৃপ্তির হাসি ফুটবে তখন চা শ্রমিকদের চোখেমুখে।

চা-বাগানের ম্যানেজার পাবেল বলেন, অনুকূল আবহাওয়া থাকলে এবং শ্রমিকদের আন্তরিকতায় এ বছর আমাদের লক্ষ্যমাত্রা চা উৎপাদন সম্ভব হবে। আমাদের বাগানে সব সময়’ই কোয়ালিটি চা উৎপাদন করে থাকি। এবছরও এর ব্যাতিক্রম হবে না ইনশাআল্লাহ।

মহসিন টি হোল্ডিংস লিমিটেড এর স্বত্তাধিকারী মোঃ মহসিন মিয়া মধু বলেন, আমরা চা উৎপাদনে সবচেয়ে বেশি মনোযোগি কোয়ালিটি চায়ের উপর। আমার স্টাফদের বলেছি কোয়ালিটি চা উৎপাদন নিশ্চিত করার জন্য। চায়ের মান বাড়ানোর জন্য আমরা প্লুনিং করেছি, এবং চা গাছের সর্বোচ্চ পরিচর্যা করিয়েছি। এজন্য এবার আমরা টার্গেট করেছি নয় লাখ কেজি চা উৎপাদনের। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সেটা সম্ভব।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভি...

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার (১৬ ডিসেম্...

মহান বিজয় দিবসে বান্দরবান পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্...

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের প্রীতিভোজ

মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা