সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের উন্মাদনা দেশের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বলিউডে। কনার গাওয়া এই গানে নেচেছেন বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি।
সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের করা এই গানে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ।
ভিডিওটি প্রকাশের পরপরই দর্শকদের নজর কাড়ে। মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ভিডিওটি পেয়েছে দশ হাজারের বেশি প্রতিক্রিয়া। অনেক দর্শক উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘বাংলা গানে নোরার নাচ দেখতে পাওয়া সত্যিই আনন্দের’।
‘মেহেন্দি’ গানটি কণার কণ্ঠে প্রকাশিত হয় গত ৫ ডিসেম্বর। সুর ও সংগীত পরিচালনা করেছেন সানজয়, আর কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। মুক্তির পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, ভিডিওটি ইতোমধ্যে ৪৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং দর্শকপ্রিয়তা এখনও বজায় রেখেছে।
নোরা ফাতেহির বাংলা গানে এই অনন্য উপস্থিতি গানটিকে একটি নতুন মাত্রা দিয়েছে। ভক্তরা মনে করছেন, তার নাচ শুধু গানকে জীবন্ত করেছে না, বরং বাংলা সংগীতের সঙ্গে বলিউডিয়ান ছোঁয়াও এনেছে।
আমারবাঙলা/এসএ