ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

এশিয়া ছাড়িয়ে এবার জেন-জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তরুণরা। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, সরকারের দুর্নীতির প্রতিবাদে শনিবার মরক্কোর অন্তত ১১টি শহরে শত শত তরুণ রাস্তায় নেমে আসে। তারা সরকারের দুর্নীতির নিন্দা এবং স্বাস্থ্য ও শিক্ষাকে অবহেলা করে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অর্থ বিনিয়োগের প্রতিবাদ জানায়।

ইসরাইলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাইসরাইলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
নাজুক স্বাস্থ্যসেবার কথা তুলে ধরে বিক্ষোভকারীরা বলছেন, যেখানে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের সংকট রয়েছে, সেখানে স্বাস্থ্যখাতে বিনিয়োগ না বাড়িয়ে বহু অর্থ ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কো।

‘স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়’ এমন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

ফিফা বিশ্বকাপের জন্য মরক্কো কমপক্ষে তিনটি নতুন স্টেডিয়াম নির্মাণ করছে এবং কমপক্ষে অর্ধ ডজন স্টেডিয়াম সংস্কার বা সম্প্রসারণ করছে। এটি এই বছরের শেষের দিকে আফ্রিকা কাপ অব নেশনসও আয়োজন করবে মরক্কো।

রাবাত এবং মারাকেশসহ বেশ কয়েকটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। কাসাব্লাঙ্কাসহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ক্যাসাব্লাঙ্কায় বিক্ষোভরত ২৭ বছর বয়সী প্রকৌশলী ইউসুফ বলেন, ‘আমি কেবল স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার চাই না, আমি পুরো ব্যবস্থার সংস্কার চাই।’

মরোক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে মারধরও করে পুলিশ। এর সমালোচনা করে সংগঠনটি বলছে, বিক্ষোভকারীদের গ্রেপ্তারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকেই বাধাগ্রস্ত করা হচ্ছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

মহান বিজয় দিবসে কোস্ট গার্ডের দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধ...

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে বিজয় দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সব নৌ অঞ্চলে ম...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা