সংগৃহীত
রাজনীতি

উপজেলার মহিলা দলের সভাপতির পদ পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির পদ পেয়েছেন আরজিনা পারভীন চাঁদনী। তিনি ইতোপূর্বে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী হয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

শুধু চাঁদনী নয়, কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন নাছিমা বেগম। অথচ তিনি উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন তাঁতী লীগের সভানেত্রী ছিলেন।

এরই মধ্যে কমিটির তালিকাসহ সভাপতি আরজিনা পারভীন চাঁদনীর দলের ফরম সংগ্রহ ও শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।

অভিযোগ উঠেছে, তদবির ও অর্থ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের নেত্রী হয়েও মহিলা দলের পদ পেয়েছেন। তারা ৫ আগস্টের আগেও বিএনপির বিরুদ্ধে সক্রিয় ছিলেন। অথচ জেলা মহিলা দলের নেত্রীরা জেনে শুনেই তাদেরকে পদ দিয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার সভানেত্রী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে ৫১ সদস্যের পলাশবাড়ী থানার মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তালিকায় দেখা গেছে, ১ নম্বর ক্রমিকে মহিলা দলের সভাপতি হিসেবে আরজিনা পারভীন চাঁদনী ও ৮ নম্বর ক্রমিকে নাছিমা বেগমের নাম। এই তালিকা প্রকাশের পরপরেই নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেই সঙ্গে মহিলা দলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে আওয়ামী লীগ নেত্রীদের নাম দেখে ক্ষুব্ধ নেতাকর্মীর অনেকেই প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করছেন। কেউ কেউ প্রকাশ্যে মন্তব্য করেছেন, টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পলাশবাড়ীতে মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে তারা ৫ আগস্টের আগে বিএনপির বিরুদ্ধে কাজ করেছে। দুই নেত্রী আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হলেও অর্থের বিনিময়ে মহিলা দলের কমিটিতে পদ পেয়েছেন। দ্রুত বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে শতভাগ স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

পলাশবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু বলেন, যিনি আওয়ামী লীগের সংরক্ষিত আসনের প্রার্থী হয়ে দলের মনোনয়ন ফরম কেনেন তিনি কীভাবে মহিলা দলের সভাপতি হয়। যারা এই কমিটি দিয়েছে তাদের স্বার্থ ও উদ্দেশ্য বেশ স্পষ্ট। আমরা জিয়ার সৈনিক রাজপথই আমাদের ঠিকানা। আমরা কখনো আওয়ামী লীগের প্রেতাত্মাদের দলে জায়গা দেবো না।

আরজিনা পারভীন চাঁদনী দাবি করেন আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না, এরকম ছবি বিএনপি নেতাদের সঙ্গেও রয়েছে। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করেন এবং এখনো একজন জনপ্রতিনিধি।

এই কমিটি ঘোষণার পর বিভিন্ন মহলের নানা রকমের প্রশ্নের সম্মুখীন হওয়ায় উক্ত কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়।

গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী শোভা আকতার বলেন, দলীয় সিদ্ধান্তে পলাশবাড়ী থানা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তীতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবো।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

রেগে গিয়ে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রনীতিকে ইঙ্গিত করে সাবেক প্রেসিডেন্ট...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দাতা সড়ক এলাকায় স্থানীয়দের উদ্যো...

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা