আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজডুবির ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইরানের বন্দর ও সামুদ্রিক নৌচলাচল কর্তৃপক্ষের প্রধান নাসের পাসানদেহ জানান, রোববার কুয়েতের জলসীমায় ইরানের বাণিজ্যিক জাহাজ আরবআখতার-১ ডুবে গেছে। জাহাজটিতে ভারতীয় ও ইরানি ৬ জন ক্রু ছিলেন।
তবে কী কারণে জাহাজডুবির এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আইআরএনএর প্রতিবেদনে কোনও তথ্য জানানো হয়নি। ইরানের সরকারি একজন কর্মকর্তা বলেছেন, নিখোঁজ ক্রু সদস্যদের মরদেহের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
এছাড়া ইরান এবং কুয়েতের যৌথ প্রচেষ্টায় ডুবে যাওয়া জাহাজের ৩ ক্রুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাসের পাসানদেহ।
আমার বাঙলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            