ছবি: সংগৃহীত
টেকলাইফ

বাজারে এল ‘মানুষ ধোয়ার’ মেশিন

আমার বাঙলা ডেস্ক

জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো নামের আন্তর্জাতিক প্রদর্শনীতে দর্শনার্থীদের নজর কেড়েছে একটি যন্ত্র। প্রদর্শনী চলাকালে এর চারপাশে জমত বিশাল ভিড়। এটির কার্যকারিতা দেখে তাঁদের চোখ রীতিমতো কপালে ওঠার অবস্থা। এটি একটি ওয়াশিং মেশিন। তবে প্রচলিত ওয়াশিং মেশিনের মতো এটি কাপড় ধোয়ার কাজ করে না। এর ভেতর আস্ত মানুষকেই ধুয়ে ফেলা যায়।

গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত চলেছে এ প্রদর্শনী। সেখানে পরীক্ষামূলকভাবে ‘হিউম্যান ওয়াশার ফর ফিউচার’ নামের যন্ত্রটি প্রদর্শিত হয়। প্রদর্শনীতে ব্যাপক সাড়া ফেলার পর এবার এটি বিক্রির জন্য বাজারে আনা হয়েছে।

হিউম্যান ওয়াশিং মেশিনটি তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান সায়েন্স। এটি ১৯৭০ সালে ওসাকা এক্সপোতে প্রদর্শিত একটি পুরোনো মডেলের হালনাগাদ সংস্করণ।

এ যন্ত্রের ভেতর ঢুকলে গোসল করা হয়ে যাবে। এর জন্য শুরুতে ব্যবহারকারীরা যন্ত্রের পডের মধ্যে শুয়ে পড়বেন। এরপর যন্ত্রের ঢাকনা বন্ধ করতে হবে। ভেতরে কাপড় ধোয়ার মতোই ওই ব্যক্তিও ধুয়ে পরিষ্কার হয়ে যাবেন। শুধু তা–ই নয়, এ সময় যন্ত্রের ভেতর সংগীতও বাজতে থাকবে। তবে কাপড় ধোয়ার যন্ত্রের মতো এখানে স্পিন অপশন থাকবে না।

নির্মাতা প্রতিষ্ঠান সায়েন্সের মুখপাত্র সাচিকো মায়েকুরা বলেছেন, যন্ত্রটি শুধু শরীরই পরিষ্কার করে না, আত্মাও সতেজ করে। এটি ব্যবহারকারীর হৃৎস্পন্দন ও অন্য গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়া–প্রতিক্রিয়াগুলোও পর্যবেক্ষণ করে।

মার্কিন এক রিসোর্ট কোম্পানি হিউম্যান ওয়াশিং মেশিনটি কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাণিজ্যিকভাবে এটি উৎপাদনের সিদ্ধান্ত নেয় সায়েন্স। প্রথম হিউম্যান ওয়াশিং মেশিন কিনেছে ওসাকার একটি হোটেল কর্তৃপক্ষ। সেখানকার একজন মুখপাত্র বলেছেন, তাঁরা হোটেলে আসা অতিথিদের এ যন্ত্র দিয়ে সেবা দেওয়ার পরিকল্পনা করেছেন।

অন্য গ্রাহকদের মধ্যে রয়েছে জাপানের ইলেকট্রনিক পণ্যের প্রতিষ্ঠান ইয়ামাদা ডেনকি। তারা আশা করছে, এ যন্ত্র মানুষকে তাদের আউটলেটের প্রতি আকৃষ্ট করবে।

সাচিকো মায়েকুরা বলেছেন, যন্ত্রটির প্রতি মানুষের আকর্ষণ বেশি হওয়ার কারণ এর দুষ্প্রাপ্যতা। আর এ জন্য মাত্র ৫০টি যন্ত্র উৎপাদনের পরিকল্পনা করেছে তাঁর প্রতিষ্ঠান।

হিউম্যান ওয়াশিং মেশিনটির খুচরা মূল্য ধরা হয়েছে ৬ কোটি ইয়েন (প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার)।
----এএফপি

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তা...

পৌষ-সংক্রান্তি ঘিরে শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

মৌলভীবাজারের শেরপুরে পৌষ-সংক্রান্তির নবান্ন উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্য...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি ৮০ লাখ টাকা সহায়তা

কুষ্টিয়া ও মেহেরপুরের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের স...

AI দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা; নাসের রহমান

AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্য...

AI দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা; নাসের রহমান

AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্য...

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্র...

নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যা...

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলা থেকে ক্ষমতাচ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা