সংগৃহীত
খেলা

রিয়ালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

সুপার কাপের এল ক্লাসিকোয় সুবাস ছড়িয়ে বার্সেলোনাকে শিরোপা জেতালেন লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা। সৌদি আরবের মাঠে শ্রেষ্ঠত্বের মঞ্চে ৫-২ ব্যবধানে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে বার্সা। এতে নিজেদের রেকর্ডটা আরো সমৃদ্ধ করেছে বার্সেলোনা।

আগেই সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা এবার নামের পাশে ১৫ সংখ্যা বসাল। বার্সার রেকর্ড বাড়ানোর শিরোপা কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম।

সোমবার (১৩ জানুয়ারি) কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতেই দুই দল আক্রমণের পসরা সাজাল। শুরুটা করেছিল বার্সেলোনা।

কিন্তু ফল ভোগ করে রিয়াল মাদ্রিদ। নির্দিষ্ট করে বললে কিলিয়ান এমবাপ্পে। বল নিয়ে যেভাবে নিজের ট্রেডমার্ক দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বল জালে জড়াতে অভ্যস্ত তিনি, আজ ঠিক তেমনটাই দেখা গেছে। পঞ্চম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে মাঝ মাঠে বল পেয়ে শুরু করলেন তার দৌড়।

প্রতিপক্ষের ডিফেন্ডার বালদেকে দুই পায়ের কারিকুরিতে কিছুটা পরাস্ত করে বার্সেলোনার ডি বক্সে প্রবেশ করে ডান পায়ে শেষে গোলরক্ষক ভয়েচেক সিঝনিকে করলেন পরাস্ত।

অথচ, কাউন্টার অ্যাটাকে পাওয়া এমবাপ্পের গোলের আগে দ্বিতীয় মিনিটেই গোল পাওয়ার কথা ছিল লামিনে ইয়ামালের। তবে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রতিহত করে দেন থিবো কোর্তয়া। এর দুই মিনিট পর রিয়ালকে আরেকবার বাঁচান বেলজিয়ামের সাবেক গোলরক্ষক। রাফিনিয়ার হেডকে জালে জড়াতে না দিয়ে। তার এমন বীরত্বের পরেই এমবাপ্পের জাদুকরী গোল।

তবে এরপরের গল্পটা শুধুই বার্সেলোনার। পিছিয়ে পড়া বার্সা নিজেদের খেলা গুছিয়ে নিয়ে সমতায় ফেরার চেষ্টা করে। তার ফল তারা পায় ম্যাচের ২২ মিনিটে। ১৭ বছর বয়সী লামিনে কি দুর্দান্ত গোলটাই না করলেন। শান্ত মাথায় বাঁ পায়ে পথ দেখিয়ে দিলেন বলকে। সমতায় ফেরা বার্সা চার্ম পেয়ে রিয়ালের বুকে পরে ছুরি চালিয়ে দেয়।

প্রথমার্ধে ৭৮ শতাংশ বল পজিশনই শুধু রাখেনি বার্সেলোনা, তিন মিনিটের মাথায় দুই গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৩৬ মিনিটে গাভীকে এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। ১১ গজ দূরত্ব থেকে গোল করতে ভুল করেননি রবার্ট লেভানডফস্কি। ২ মিনিট পরে রাফিনিয়া হেডে ব্যবধান ৩-১ করেন। তার গোলের চেয়ে অবশ্য লম্বা থ্রু বলটা ছিল দেখার মতো। ডান দিকের প্রায় মাঝমাঠ থেকে মাপা এক লম্বা বল বাড়ান জুলেস কুন্দে, তাতে শুধু মাথাটা ছুঁয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

৯ মিনিটের যোগ করা সময়ে আরেকটি গোল করে রিয়ালকে বলা যায় ম্যাচ থেকেই ছিটকে দেয় বার্সেলোনা। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করেন ডিফেন্ডার বালদে। বিরতি শেষে ৪-১ ব্যবধানটা কমানোর বিপরীতে আরেকটি গোল হজম করে রিয়াল। ৪৮ মিনিটে মার্ক কাসাদোর পাস ধরে অ্যান্তোনিও রুডিগার ও অঁরিলিয়ে চুয়ামেনিকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া।

ফিরতি মিনিটেই অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ৪৯ মিনিটে রদ্রিগোর নেওয়া শট জালে জড়ায়নি। বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। বাঁ পোস্টে গেলে চলে যায় গোল লাইনের বাইরে। ৫-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়ালের ম্যাচে ফেরাটা যেন তখনই শেষ হয়ে যায়।

তবে ম্যাচে ফেরার দারুণ এক মঞ্চ পেয়েছিল রিয়াল। ৫৬ মিনিটে যখন বক্সের বাইরে এসে এমবাপ্পেকে ফাউল করেন বার্সেলোনার গোলরক্ষক সিজনি। শুরুতে অবশ্য ফরাসি তারকাই ফাউল করেছে বলে হলুদ কার্ড দেখান রেফারি গিল মানজানো। এর প্রতিবাদ করলে ভিনিও হলুদ কার্ড দেখেন। তবে ভিএআরে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এমবাপ্পে-ভিনির হলুদ কার্ড বাতিল করে রেফারি সিজনিকে লাল কার্ড দেখান। ওই ফাউলের ফ্রি কিক থেকে দারুণ এক শটে ব্যবধান ৫-২ করেন রদ্রিগো।

বাকি ৩৪ মিনিটসহ যোগ করা সময়ে ১০ জনের বার্সেলোনাকে পেয়ে বসার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। গোলশোধ দিতে মরিয়া হয়ে ওঠা কার্লো আনচেলত্তির দল ৯০ মিনিটে একটা সুযোগ পেয়েছিল। এমবাপ্পের দারুণ ব্যাকহিলে অবশ্য যথাসময়ে বলকে সঠিক পথ দেখাতে পারেননি জুড বেলিংহাম। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়েই যাচ্ছিলেন এমবাপ্পে। কিন্তু তার শটে বাধা হয়ে দাঁড়ান বদলি গোলরক্ষক ইনাকি পিনা। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। তার বীরত্বের পরেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। এতে করে টানা দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সর্বশেষ এল ক্লাসিকোয় সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়ালকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বার্সা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্র...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

দিবাগত গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে একটি মুরগির খামারে ড...

মিয়ানমারের ভেতরে টানা গোলাগুলি, বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে টানা গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে...

চবিতে আওয়ামী লীগপন্থী এক শিক্ষককে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হ...

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

কক্সবাজারের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত...

গণতন্ত্র শক্তিশালী হবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ...

‘সাবেক স্ত্রী’ বলাতে আপত্তি জানিয়ে মডেলের খোলা চিঠি

১৬ বছর বয়সে বিয়ে, যেখানে কোনোরকম সম্মতি ছিল না কনের। বরং এই বিয়ে নামক রাজকীয়...

ফটিকছড়িতে গুলিতে নিহত ১, আহত ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৩৫) নামে এক ব...

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্র...

আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজধানীর উত্তরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা