সংগৃহীত
খেলা

আমেরিকান লিগে বর্ষসেরা লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির হাত ধরে বদলে গেছে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস)। ইন্টার মায়ামিতেও পরিবর্তনের হাওয়া লেগেছে। পিএসজি ছেড়ে ২০২৩ সালের মাঝামাঝিতে মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর মেন ইন পিঙ্করা দুটি শিরোপা জিতেছে। এবার আর্জেন্টাইন মহাতারকার মাথায় উঠেছে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট।

চলতি বছর ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ইন্টার মায়ামির জার্সিতে ১৯ ম্যাচ খেলে ২০ গোল করার পাশাপাশি ১৬টিতে অ্যাসিস্ট করেন। অথচ জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও চোটের কারণে তিনি ৬২ দিন মাঠে ছিলেন না। তা সত্ত্বেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। অবশ্য তার অনুপস্থিতি ভুগিয়েছে দলকে, শিরোপা হাতছাড়া হয়ে এমএলএসে। তবে এমএলএসের দুটি প্রেস্টিজিয়াস ট্রফির মধ্যে একটি সাপোর্টাস শিল্ড জিতেছে মেসি-সুয়ারেজদের মায়ামি।

প্রথমবারের মতো মায়ামির এই অর্জনে সামনে থেকেই নেতৃত্ব ছিল মেসির। যার বদৌলতে আর্জেন্টাইন অধিনায়ক এবারের এমএলএসে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। পুরস্কারটি দেওয়া হয় খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’।

ব্যক্তিগত সাফল্যেও অবশ্য তৃপ্ত নন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। তার অসন্তোষ দল এমএলএস কাপের ফাইনাল খেলতে না পারায়। রবিবার এই প্রতিযোগিতার ফাইনালে লড়বে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও নিউইয়র্ক রেড বুলস। আগামী আসরে শিরোপা নির্ধারণী মঞ্চে থাকার লক্ষ্য জানিয়ে মেসি বলেন, ‘এই বছর এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটি পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরো শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।’

এর আগে ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে মেসি শিরোপা জয়ের অতৃপ্ত তাড়নার কথা জানিয়েছিলেন। এবার বর্ষসেরা পুরস্কার পেয়েও একই বিষয়ের পুনরাবৃত্তি করলেন, ‘আমি অন্য এক পরিস্থিতিতে পুরস্কারটি পেতে চাই, এমএলএস কাপ ফাইনালে খেলে।’ এবার এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ (৭৪) পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়লেও, এমএলএস কাপে তার প্লে-অফ থেকে বিদায় নেয়।

এদিকে, সম্মিলিত ভোটে মেসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বলে বিবৃতিতে জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। তারা বলছে, ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৩৪ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। কলম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো হার্নান্দেজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ দশমিক ৭০ ভোট পান। মেসির সতীর্থ লুইস সুয়ারেজসহ সেই লড়াইয়ে আরও তিনজন থাকলেও, তারা ১০ শতাংশ ভোটও পাননি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় জনসভায় বক্তব্য দিতে গিয়ে জেলা আমিরের মৃত্যু

কুষ্টিয়ায় সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত জনস...

শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ...

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি অগ্রহণযোগ্য: ইউরোপীয় নেতারা

গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধিতা করায় আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের...

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা সরকার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র ১৮ বছর...

ইসির ওপর আস্থা রাখছে বিএনপি: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হ...

যুদ্ধ–পরবর্তী গাজায় তুরস্ক ও কাতারের সেনা থাকছে না: নেতানিয়াহু

যুদ্ধ শেষের পর গাজায় যে আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনী মোতায়েনের পরিকল্পনা...

গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বা...

মানবতাবিরোধী অপরাধ: চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার দায়ে সংগঠিত মানবত...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় আহত র‍্যাব কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে এক র‍্যাব কর্ম...

চট্টগ্রামের সলিমপুরে র‍্যাবের উপর হামলা, আহত ১, জিম্মি ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা