সংগৃহীত
খেলা

আমেরিকান লিগে বর্ষসেরা লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির হাত ধরে বদলে গেছে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস)। ইন্টার মায়ামিতেও পরিবর্তনের হাওয়া লেগেছে। পিএসজি ছেড়ে ২০২৩ সালের মাঝামাঝিতে মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর মেন ইন পিঙ্করা দুটি শিরোপা জিতেছে। এবার আর্জেন্টাইন মহাতারকার মাথায় উঠেছে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট।

চলতি বছর ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ইন্টার মায়ামির জার্সিতে ১৯ ম্যাচ খেলে ২০ গোল করার পাশাপাশি ১৬টিতে অ্যাসিস্ট করেন। অথচ জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও চোটের কারণে তিনি ৬২ দিন মাঠে ছিলেন না। তা সত্ত্বেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। অবশ্য তার অনুপস্থিতি ভুগিয়েছে দলকে, শিরোপা হাতছাড়া হয়ে এমএলএসে। তবে এমএলএসের দুটি প্রেস্টিজিয়াস ট্রফির মধ্যে একটি সাপোর্টাস শিল্ড জিতেছে মেসি-সুয়ারেজদের মায়ামি।

প্রথমবারের মতো মায়ামির এই অর্জনে সামনে থেকেই নেতৃত্ব ছিল মেসির। যার বদৌলতে আর্জেন্টাইন অধিনায়ক এবারের এমএলএসে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। পুরস্কারটি দেওয়া হয় খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’।

ব্যক্তিগত সাফল্যেও অবশ্য তৃপ্ত নন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। তার অসন্তোষ দল এমএলএস কাপের ফাইনাল খেলতে না পারায়। রবিবার এই প্রতিযোগিতার ফাইনালে লড়বে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও নিউইয়র্ক রেড বুলস। আগামী আসরে শিরোপা নির্ধারণী মঞ্চে থাকার লক্ষ্য জানিয়ে মেসি বলেন, ‘এই বছর এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটি পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরো শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।’

এর আগে ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে মেসি শিরোপা জয়ের অতৃপ্ত তাড়নার কথা জানিয়েছিলেন। এবার বর্ষসেরা পুরস্কার পেয়েও একই বিষয়ের পুনরাবৃত্তি করলেন, ‘আমি অন্য এক পরিস্থিতিতে পুরস্কারটি পেতে চাই, এমএলএস কাপ ফাইনালে খেলে।’ এবার এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ (৭৪) পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়লেও, এমএলএস কাপে তার প্লে-অফ থেকে বিদায় নেয়।

এদিকে, সম্মিলিত ভোটে মেসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বলে বিবৃতিতে জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। তারা বলছে, ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৩৪ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। কলম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো হার্নান্দেজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ দশমিক ৭০ ভোট পান। মেসির সতীর্থ লুইস সুয়ারেজসহ সেই লড়াইয়ে আরও তিনজন থাকলেও, তারা ১০ শতাংশ ভোটও পাননি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বামী-স্ত্রী সেজে মাদক সম্রাট স্বপন আটক 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত পলাতক মাদক কারবারির সম্রাট স...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৩নং ওয়ার্ড) মধ্য চরভূতা সরকারি প্র...

১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর

আগামী ১৩ নভেম্বর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের ত...

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভি

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক...

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, রদবদল প্রশাসনে

এবার মাঠ প্রশাসনে নজর দিচ্ছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুত...

ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদযাপিত হয়েছে আন্তর্জা...

মোরেলগঞ্জে সুপারির বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে অর্থকারী ফসল সুপারির বাম্পার ফলন হওয়ায় হাট-বাজারগুলো কে...

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাং...

সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ

গড় এলসি মূল্য, ইনবন্ড, এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় আবারও ভোজ্য...

“নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ”

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা