সংগৃহীত
খেলা

আমেরিকান লিগে বর্ষসেরা লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির হাত ধরে বদলে গেছে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস)। ইন্টার মায়ামিতেও পরিবর্তনের হাওয়া লেগেছে। পিএসজি ছেড়ে ২০২৩ সালের মাঝামাঝিতে মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর মেন ইন পিঙ্করা দুটি শিরোপা জিতেছে। এবার আর্জেন্টাইন মহাতারকার মাথায় উঠেছে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট।

চলতি বছর ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ইন্টার মায়ামির জার্সিতে ১৯ ম্যাচ খেলে ২০ গোল করার পাশাপাশি ১৬টিতে অ্যাসিস্ট করেন। অথচ জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও চোটের কারণে তিনি ৬২ দিন মাঠে ছিলেন না। তা সত্ত্বেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন। অবশ্য তার অনুপস্থিতি ভুগিয়েছে দলকে, শিরোপা হাতছাড়া হয়ে এমএলএসে। তবে এমএলএসের দুটি প্রেস্টিজিয়াস ট্রফির মধ্যে একটি সাপোর্টাস শিল্ড জিতেছে মেসি-সুয়ারেজদের মায়ামি।

প্রথমবারের মতো মায়ামির এই অর্জনে সামনে থেকেই নেতৃত্ব ছিল মেসির। যার বদৌলতে আর্জেন্টাইন অধিনায়ক এবারের এমএলএসে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। পুরস্কারটি দেওয়া হয় খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’।

ব্যক্তিগত সাফল্যেও অবশ্য তৃপ্ত নন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। তার অসন্তোষ দল এমএলএস কাপের ফাইনাল খেলতে না পারায়। রবিবার এই প্রতিযোগিতার ফাইনালে লড়বে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও নিউইয়র্ক রেড বুলস। আগামী আসরে শিরোপা নির্ধারণী মঞ্চে থাকার লক্ষ্য জানিয়ে মেসি বলেন, ‘এই বছর এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটি পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরো শক্তিশালী হয়ে আবার চেষ্টা করব।’

এর আগে ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে মেসি শিরোপা জয়ের অতৃপ্ত তাড়নার কথা জানিয়েছিলেন। এবার বর্ষসেরা পুরস্কার পেয়েও একই বিষয়ের পুনরাবৃত্তি করলেন, ‘আমি অন্য এক পরিস্থিতিতে পুরস্কারটি পেতে চাই, এমএলএস কাপ ফাইনালে খেলে।’ এবার এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ (৭৪) পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়লেও, এমএলএস কাপে তার প্লে-অফ থেকে বিদায় নেয়।

এদিকে, সম্মিলিত ভোটে মেসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বলে বিবৃতিতে জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। তারা বলছে, ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৩৪ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। কলম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো হার্নান্দেজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ দশমিক ৭০ ভোট পান। মেসির সতীর্থ লুইস সুয়ারেজসহ সেই লড়াইয়ে আরও তিনজন থাকলেও, তারা ১০ শতাংশ ভোটও পাননি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীর মনোহরদীতে অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে...

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা

চট্টগ্রামের আনোয়ারায় স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্...

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গ...

বিজয় দিবসেই বধ্যভূমির কদর; বেশিরভাগ বধ্যভূমি অরক্ষিত

বছরের পর বছর অযত্ন–অবহেলায় পড়ে আছে মৌলভীবাজার জেলার বধ্যভূমিগুলো। স্বাধ...

আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস এর ১৬তম বর্ষপূর্তি উদযাপন

দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড সম্প্রত...

চট্টগ্রামে বৃদ্ধাকে মারধর, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের চরলক্ষ্যা এলাকায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬৯ বছর বয়সী জ...

কক্সবাজারে শরীফ খুন: মূল আসামি আব্দুল করিম গ্রেপ্তার

কক্সবাজার সদর থানাধীন পি.এম.খালী এলাকায় গত ৩০ নভেম্বর সংঘটিত চাঞ্চল্যকর শরীফ...

নকশা বহির্ভূত ভবন নির্মাণ: চট্টগ্রামে রেইনবো ডেভেলপার অফিস সিলগালা

চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পরিকল্পনা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (স...

চট্টগ্রামে সওজকে কোটি টাকা জরিমানা

চট্টগ্রামে আইন অমান্য করে পাহাড় কাটার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে ১ কোটি...

বাঁশখালীতে টপসয়েল রক্ষায় মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়

কৃষিজমির উর্বর টপসয়েল সংরক্ষণ ও অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে বাঁশখালীতে মোবাইল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা