খেলা

থাইল্যান্ডকে উড়িয়ে হকির বিশ্বকাপে বাংলাদেশ

আমার বাঙলা ডেস্ক

ওমানের মাসকাটে চলমান এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের দল। যার ফলে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশকে। যুবাদের হাত ধরেই বাংলাদেশের নিরানন্দ হকিতে এল আনন্দের দিন।

মাসকটে মঙ্গলবারের ম্যাচে পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে মেহরাব হাসানের দল। জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আব্দুল্লাহ। ম্যাচের তৃতীয় মিনিটে ডেডলক ভাঙেন জয়। তিন মিনিট পর পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আব্দুল্লাহর গোলে ব্যবধান হয় ৩-০। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে থাইল্যান্ড গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে তারা তো ফিরতে পারেনি উল্টো বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে গোল আরও বেশি হয়েছে। ৩৪তম মিনিটে বাংলাদেশ আবারও গোলের ধারায় ফেরে। সতীর্থের পাসে মোহাম্মদ হাসান রিভার্স হিটে জাল কাঁপান। তবে ৩৫তম মিনিটে আবারও এক গোল শোধ দেয় থাইল্যান্ড। পেনাল্টি কর্নার থেকে ফুমি কৃটসানা দারুণ এক হিটে স্কোরলাইন ৪-২ করেন। ৩৬তম মিনিটে মোহাম্মদ ইসলামের পাসে মোহাম্মদ খান কিছুটা ধীরেসুস্থে থাইল্যান্ডের জালে বল পাঠান।

৩৯তম মিনিটে হয়েছে ষষ্ঠ গোল। নিজের দ্বিতীয় গোলের দেখা পান জয়। ৪৮তম মিনিটে আব্দুল্লাহও জোড়া গোল পূর্ণ করেন।

বিশ্বকাপে জায়গা পেতে ষষ্ঠ স্থানের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। যেই লক্ষ্য এই জয়ের সুবাদে পূরণ হয়ে গেছে। এই জয়ে বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সে ম্যাচে হারলেও ষষ্ঠ হবে। অর্থাৎ যুব বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

আগামী বছর স্বাগতিক ভারতসহ যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল খেলবে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে স্বাগতিক হিসেবে নয়, সরাসরিই তারা যুব বিশ্বকাপে খেলবে। বাকি ছয় দলের মধ্যে একটি এখন বাংলাদেশও।

মাসকাটে ১০ দল নিয়ে জুনিয়র এশিয়া কাপে ছেলেদের বিভাগে খেলা শুরু হয় ২৬ নভেম্বর। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। চতুর্থ ম্যাচেও ১–১ ড্র চীনের সঙ্গে। তারপর আজ এল প্রত্যাশিত জয়। যেই জয়ের সুবাদে প্রথমবার যুব বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাত...

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

চট্টগ্রামে পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন

পোস্টাল ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের জন্য ব্যাল...

টানা ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন

পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্ব...

ফাগুন উৎসব: বসন্তের রঙে বাঙালির প্রাণের জাগরণ

আসছে বাংলা বর্ষপঞ্জির এক অনন্য মাস ফাল্গুন। শীতের স্থবিরতা কাটিয়ে প্রকৃতিতে য...

চট্টগ্রাম কারাগারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক হাজতির...

রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে একটি দল নারীদের ঘরবন্দি করবে: ইশরাক

একটি দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে নারীদের স্বাধীনতা হরণ করবে বলে অভিযোগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা