খেলা

যুদ্ধবিরতির পর আইপিএল ফেরানোর তোড়জোড়, সিদ্ধান্ত আজ

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর আবারও মাঠে গড়াতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শনিবার (১০ মে) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় নতুন পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত টুর্নামেন্ট ফেরাতে উদ্যোগী হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সীমান্তে উত্তেজনার কারণে গত শুক্রবার এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছিল বিসিসিআই। সেই দিন ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি মাত্র ১০.১ ওভারের পরেই বাতিল ঘোষণা করা হয়।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, পরিস্থিতির পরিবর্তনে আইপিএল গভর্নিং কাউন্সিল রবিবার (১২ মে) আলোচনায় বসছে। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে আইপিএল আবার কীভাবে শুরু করা যায় তা নিয়েই আজ আলোচনা হবে। সেরা সময়সূচি বের করে দ্রুত বাকি ম্যাচগুলো শেষ করাই এখন আমাদের লক্ষ্য।’

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনতে যোগাযোগ শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহান্তেই, অর্থাৎ ১৫ মে’র পর থেকে আইপিএল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি সরকারের অনুমতির ওপর নির্ভর করবে।

তবে এখন মূল চ্যালেঞ্জ হলো বিদেশি খেলোয়াড় ও কোচদের দ্রুত ভারতে ফেরানো। অনেকেই শুক্রবার ও শনিবারের মধ্যে দেশ ছেড়ে গেছেন। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখতে বলেছে এবং প্রস্তুত থাকতে অনুরোধ জানিয়েছে। গুজরাট টাইটানস তুলনামূলকভাবে ভাগ্যবান। দলের কেবল দুই বিদেশি, জস বাটলার ও জেরাল্ড কোয়েৎজি ভারত ছেড়েছেন। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বিসিসিআইয়ের লক্ষ্য, ২৫ মে’র আগেই আইপিএল শেষ করা। কারণ এরপর অনেক বিদেশি খেলোয়াড় দ্বিপাক্ষিক সিরিজ ও ১১ জুন লর্ডসে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন।

চলতি আসরে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ শেষ হয়েছে। ৫৮তম ম্যাচ ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের, যা ৮ মে বাতিল হয়। ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি। টুর্নামেন্টে এখনো ১২টি লিগ ম্যাচ ও ৪টি প্লে-অফ ম্যাচ বাকি রয়েছে। সম্ভাব্য বিকল্প হিসেবে দক্ষিণ ভারতের তিনটি শহর-চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে এসব ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

এখনো সাতটি দল প্লে-অফের দৌড়ে আছে। ইতোমধ্যে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস বিদায় নিয়েছে এবারের আইপিএল থেকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

দৃষ্টিপ্রতিবন্ধি বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে দৃষ্টপ্রতিবন্ধি হযরত আলী দেওয়ানকে (৭৫) কুপিয়ে হত্যার অভি...

গুলশান-উত্তরা থানায় নতুন ওসিসহ ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন

জুলাই অভ্যুত্থানের পর সব জায়গায় সংস্কারের দাবি ওঠার পর সরকার বেশ কিছু সংস্কার...

অধিনায়ক হিসেবে সাত চ্যালেঞ্জের মুখে পড়বেন মিরাজ

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাঁধে এখন বড় দায়িত্ব।...

একটি অপূর্ণতা আমাকে এখনো কষ্ট দেয় : সৈয়দ আব্দুল হাদী

সৈয়দ আব্দুল হাদী, দেশের কিংবদন্তির সংগীতশিল্পী। বর্ণাঢ্য ক্যারিয়ারে উপহার দিয়...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়কের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। সোমবার (...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা সদস্য সচিবের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিব সুহাইল মাহদীন ওরফে সাদী পদত্...

মুরাদনগরকাণ্ডে নতুন মোড়, মামলা চালাতে চান ভুক্তভোগী নারী

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডে আলোচিত সেই নারী নিজের আগের সিদ্ধান্ত পরিবর্তন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা