নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সব সময় বলে, তারা মুক্তিযুদ্ধের শক্তি। যদি তাই হবে, তাহলে তারা ৭ জানুয়ারি একতরফা ও ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে কেন হত্যা করেছে?
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ৩টার পরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ জানুয়ারির নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের পর মহাসমাবেশ বন্ধ হয়ে যায়। সেদিন রাতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালা মেরে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ ৭৪ দিন পর আজ সকালে বিএনপি নেতাকর্মীরা তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করে।
মঈন খান বলেন, নির্বাচনের পর গত তিন দিনে দেশ-বিদেশের প্রায় সব গণমাধ্যমের খবর হচ্ছে—৭ জানুয়ারির নির্বাচন ছিল একপাক্ষিক ও প্রহসনের নির্বাচন। গণতান্ত্রিক বিশ্বের দেশগুলোর অন্যতম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং জাতিসংঘের স্টেটমেন্ট হচ্ছে— এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। নির্বাচনে সবার অংশগ্রহণও হয়নি।
তিনি বলেন, সরকার নির্বাচনের আবহ তৈরি করে, মানুষকে বোকা বানিয়ে যে নির্বাচন করেছে, তা সম্পূর্ণ ভুয়া ও পূর্বপরিকল্পিত। নির্বাচনের আগে-পরে সারা দেশে ঘটে যাওয়া, বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত ৫০০টি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। ইতোমধ্যে ২৫০টি নিয়ে আমরা একটি প্রকাশনা করছি। বাকি ২৫০টিও শিগগিরই প্রকাশ করা হবে।
ড. মঈন খান বলেন, ভোট ডাকাতি, জালিয়াতি, প্রহসন, সিট ভাগাভাগিসহ নির্বাচনের সময়ের নানা অনিয়মের দলিলও আমাদের হাতে আছে। ক্রমান্বয়ে এসব প্রকাশ করা হবে।’
বিএনপির প্রবীণ এই নেতা বলেন, বিদেশি গণমাধ্যম বলছে, এ সরকার হচ্ছে বাকশাল-২। যার প্রথমটা তৈরি করেছেন বাবা, দ্বিতীয়টা করেছেন তার মেয়ে শেখ হাসিনা। তারা বলছে, ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। যা হয়েছে, সেটা একপাক্ষিক ও পরিকল্পিত।
ড. মঈন খান বলেন, ২৯৯ আসনের মধ্যে কে, কোন আসনে নির্বাচিত হবেন, কাকে জেতানো হবে, কাকে হারানো হবে, সেটা নির্ধারিত হয়েছিল আগেই। আশ্চর্য ব্যাপার হচ্ছে, মানুষ চুরি করে রাতের বেলা। অথচ, এই সরকার ভোট চুরি, আসন ভাগাভাগি সবই করেছে দিনের বেলা।
বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, দাবি করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সেই জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের অধিকার আদায়ে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল উদ্দেশ্য। সে আন্দোলনে আমরা সফল হবোই।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            