আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে জানিছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে ব্যাপক জল্পনা ছড়ায় দেশটিতে।
অবশ্য এর আগেও বেশ কয়েকবার নির্বাচনের বিষয়ে একই তথ্য জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বলেছেন, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। হাউজ অব কমন্সে এ বিষয়ে গুজব নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফের একই কথা জানান।
অনেক বিশ্লেষকরা মনে করছেন, অক্টোবর অথবা নভেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এদিন সাংবাদিক ও আইনপ্রণেতাদের মধ্যে গুজব ছড়ায় যে চলতি বছরের জুনের দিকে হতে পারে নির্বাচন।
২০২২ সালের অক্টোবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। এর আগে করোনাকাণ্ডে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন বরিস জনসন।
২০২১ সালের পর জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বিরোধী লেবার পার্টি। সূত্র: রয়টার্স
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            