বিনোদন ডেস্ক: ফ্রান্সের দক্ষিণপূর্ব অঞ্চলের শহর কানে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক উৎসবের আসর বসেছে। বরাবরের মতো এবারেও সেখানে আবেদনময়ী লুকে দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
মঙ্গলবার (১৪ মে) উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। এ দিনে লাল গালিচায় তোলা বেশ কিছু স্থিরচিত্র নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উর্বশী।
ছবিতে দেখা যায়, গোলাপী রঙের গাউনে দ্যুতি ছড়াচ্ছেন এ বলিউড সুন্দরী। আর ক্যাপশনে লিখেছেন, কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।
প্রিয় অভিনেত্রীকে এমন লুকের প্রশংসা করছেন তা অনুরাগীরা। একজন লেখেন, ‘দারুণ প্রিয়’, আরেকজন, ‘তোমার সৌন্দর্যের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। এমনকি কাইলি জেনারও নয়’। অপরজন লেখেন, ‘গোলাপী রানি’। এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অভিনেত্রীর কমেন্ট বক্সে।
নিউজ১৮’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, উর্বশীর পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। তৈরি করেছে লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউজ।
প্রসঙ্গত, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী রাউতেলা। সে বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। এছাড়া এ পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে এ বলিউড অভিনেত্রীর।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা- ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            