বিনোদন
শিল্পী সাদিয়া বেনজীর, সঙ্গীত শান শায়েক

নতুন বছরে আসছে আশীষ দেবরায়ের কথা-সুরে প্রথম গান ‘পাশে থেকো’

বিনোদন প্রতিবেদক: দেশের প্রখ্যাত গীতিকবি ও সুরকার আশীষ দেবরায়। আট শতাধিক গানের গীতিকার হিসেবে দেশে-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। শেষ হতে যাওয়া ২০২৩ সালেও বেশ কিছু নতুন গান রিলিজ হয়েছে তার। আগামী নতুন বছরেও বেশ কিছু গান প্রকাশ হবে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় নতুন বছর দুই ডজনের অধিক রিলিজ হবে। এমন তথ্যই জানালেন আশীষ দেবরায়। তিনি বলেন, আশা করি বিগত সময়ের মত নতুন বছরেও আমার বেশ কিছু ভালো ভালো গান প্রকাশ হবে। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম গান আসবে পহেলা জানুয়ারি শিল্পী সাদিয়া বেনজীরের কণ্ঠে প্রকাশ হতে যাচ্ছে ‘পাশে থেকো’ শিরোনামের একটি গান। গানটির সঙ্গীত পরিচালনায় শান শায়েক। কথা ও সুর আশীষ দেবরায়। বিগত সময়ের গানগুলোর মত নতুন এই গানটি নিয়েও বেশ আশীষ দেবরায়। তার আশা বরাবরের মত নতুন এই গানটিও শ্রোতার পছন্দ করবেন।

এদিকে গেল বছরে বেশ কিছু উল্লেখযোগ্য গান প্রকাশ হয়েছে আশীষ দেবরায়ের। বলা যায় এ বছর গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি। তার ক্যারিয়ারে বেশ ঘটনাবহুল বছর ছিল ২০২৩ সাল। এ প্রসঙ্গে আশীষ দেবরায় বলেন, ‘বিদায় লগ্নে ২০২৩ । এ বছর উল্লেখযোগ্য সংখ্যক আমার লেখা ও সুর করা গান তৈরি করা হয়েছে। শিল্পী হিসেবে ছিলেন ঝিলিক, চৈতি মুৎসুদ্দী, ইউসুফ আহমেদ খান, শান শায়েক, পূজা, অবন্তী সিথি, জেরিন তুবা, রাজা বশির ,মাজেদুর মানিক, শারমিন কেয়া, সাদিয়া বেনজিরসহ আরো অনেকের। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শান শায়েক ভাইসহ অন্যান্য সংগীত পরিচালক এবং শিল্পীদের, যাদের কাছে গানগুলোর জন্য আমি চির কৃতজ্ঞ । আগামী বছর আপনাদেরকে আরো ভালো ভালো গান উপহার দিতে চেষ্টা করব । ব্যক্তিগতভাবে বছরটি ছিল ভালো-মন্দ মিশিয়ে । নতুন দুটি চাকরি পেয়েছি। পুরান চাকরিটা বাদ দিতে হয়েছে । বছরের প্রথম দিকে হার্টে অনেকগুলো রিং লাগানো ছিল উল্লেখযোগ্য ঘটনা। সব মিলিয়ে এখন মোটামুটি ভালো আছি। আমার প্রতিষ্ঠান পরিধি অনলাইন শপিং থেকে এবারও মানুষকে কিছু সংখ্যক বস্ত্র বিতরণসহ মেধাবী ছাত্র-ছাত্রীদের কে পুরস্কার প্রদান অব্যাহত থাকবে। শুভকামনা রইল সবার জন্য’।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা