বিনোদন

কাঁদতেন রওনকের মা

বিনোদন প্রতিবেদক

অভিনেতা হিসেবে নিজেকে সব সময় সফল মনে করেন তিনি। তাঁর কাছে সব সময়ই মনে হয় প্রাপ্তির পাল্লা ভারী। ক্যারিয়ারে যা পেয়েছেন, তাতেই তিনি খুশি। কখনোই তিনি নিজেকে কারও সঙ্গে তুলনা করেন না। দীর্ঘ দুই যুগের বেশি সময় পথ চলছেন নিজের মতো করেই। এই অভিনেতার নাম রওনক হাসান। আজ তাঁর জন্মদিন।

ক্যারিয়ার নিয়ে তিনি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অভিনেতা হিসেবে আমি আমার জায়গায় সফল। নিয়মিত নাটক, সিনেমা করছি। পরিবারের দায়িত্ব পালন করছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। সিনেমা, ওটিটিতে কাজ করছি। সেগুলো নিয়ে দর্শক কথা বলেন। এটাই প্রাপ্তি। একজন অভিনেতা হিসেবে চরিত্রের ক্ষুধা আছে, কিন্তু আমি ক্যারিয়ার নিয়ে খুশি।’

মঞ্চ দিয়েই তাঁর ৯০ দশকে অভিনয় শুরু। শৈশব থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল। সেই সময় মঞ্চ ও বাংলাদেশ টেলিভিশনের কাজগুলো তাঁকে আরও বেশি অভিনয়ে আগ্রহী করে তোলে। শৈশবে বিটিভিতে অভিনয় ছিল স্বপ্নের মতো। সেই সুযোগও একসময় পেয়ে যান। বিটিভিতে কাজের অভিজ্ঞতা এখনো যেন সেদিনের কথা মনে হয়; এমনটাই জানিয়েছিলেন রওনক। বিটিভি থেকেই তিনি প্রথম পারিশ্রমিক পেয়েছেন।

রওনক এ প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘রবীন্দ্রনাথের কবিতার ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ছিল সেটা। সেই মাইম ড্রামায় অনেক অভিনয়শিল্পীর মধ্যে আমিও ছিলাম। ১৯৯৭ সালের ঘটনা এটা। পরিচালক ছিলেন শাহাদত হোসেন। সেদিন অভিনয় করে ৫০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। সেই টাকা দিয়ে মায়ের জন্য কাঁচাবাজার করে বাসায় গিয়েছিলাম। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার ছিল। তখন ১০০ টাকায় ব্যাগভর্তি বাজার করতাম।’

সেই সময় রওনক নিয়মিত বাসার বাজার করতেন। তখনো এসএসসি পাস করেননি। বাসার বাজার করার জন্য ১০০ টাকা পেতেন। সেই সময়ের জন্য ১০০ টাকা অনেক। এই অভিনেতা প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মজার সেই ঘটনা নিয়ে বলেছিলেন, ‘সেই সময়ে ১০ টাকা মেরেও ৯০ টাকায় ব্যাগভর্তি বাজার করেছি। দরদাম করে যেখানে কম পেতাম, সেখান থেকে কিনেছি। কারণ, হাতখরচটা এখান থেকেই আসত। তখন বাজার করার টাকা থেকে ১০ টাকা বাঁচিয়ে রাজার মতো চলতাম। হাতখরচ হয়ে যেত। অপেক্ষায় থাকতাম বাজার করার জন্য।’

তবে প্রথম পারিশ্রমিক পেয়ে বেশ চিন্তায় পড়ে যান রওনক। যেখানে ১০–১২ টাকায় তাঁর দিন চলে যায়। সেখানে একসঙ্গে ৫০০ টাকা নিয়ে কী করবেন রওনক? বেশ ভাবনায় পড়ে যান। তবে সবচেয়ে ভালো একটি সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেতা।

রওনক বলেন, ‘আমি জানতাম বাজার করে বাসায় গেলেই মা সবচেয়ে বেশি খুশি হবেন। মা অভিভূত হলেন। তখন আমি চাকরিবাকরি ছেড়ে দিয়ে অভিনয় করছি, এটা নিয়ে আশপাশের মানুষ আমাকে নিয়ে মায়ের কাছে অনেক রকম কথা বলতেন। তখন অনেক পরিবার মনে করত, নাটক করা মানে নষ্ট হয়ে যাওয়া। কিন্তু আমার মা-বাবা সমর্থন দিয়েছেন। এর মধ্যেও তখন অনেকেই মাকে বলতেন, “তোমার ছেলে নষ্ট হয়ে গেছে।” এমন অনেক কথাই মা শুনে বিছানায় কাঁদতেন। যে কারণে এই কাঁচাবাজার অন্য রকম ব্যাপার ছিল।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম-৯: আবু সুফিয়ানের মনোনয়নের পর শামসুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম-৯ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফ...

সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

চট্টগ্রাম কাট্টলী ও বিশ্বাস পাড়ার সাবেক বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় স...

নগরের উন্নয়নে বিদেশি অভিজ্ঞতা কাজে লাগাবেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দীর্ঘ বিদেশ সফর শেষে দেশে ফি...

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা নিহত

চট্টগ্রামের পটিয়ায় মাইজভান্ডার দরবার শরীফে জিয়ারতের পর বাড়ি ফেরার পথে...

চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে দুর্ঘটনা: নিহত ১, আহত ৭

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. কাউসার (২৬)...

'দ্রুত নির্বাচন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে'

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন যত দ্রুত সম্পন্ন হব...

বেগম খালেদা জিয়া ঐক্য, সার্বভৌম, গণতন্ত্র, মুক্তি ও আস্থার প্রতীক: ইসরাফিল

চট্টগ্রাম-১১ আসনের হাজারো নেতাকর্মী একত্রিত হয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগ...

খালেদা জিয়ার আপসহীনতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উদাহরণ: দীপ্তি

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, মা...

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে তর্ক থেকে হত্যাকাণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক—স্থানীয়ভাবে পর...

বৈষম্য দূর হবে ভেবেছিলাম, কিন্তু ২৪-এর পরও চাঁদাবাজি বন্ধ হয়নি: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা