রংপুর ব্যুরো: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে রংপুর জেলা শিক্ষা অফিস চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সংগঠনের আয়োজনে উক্ত সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক গোলাম আজম।
এছাড়া বক্তব্য রাখেন- রংপুরের প্রবীণ শিক্ষক সংগঠক সাহেবুল ইসলাম মজনু, নীলফামারী জেলার সংগঠক মাও: নুর হোসেন ও লালমনিরহাট জেলার সংগঠক মাও: রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুরের মাও: সাইফুল ইসলাম, তারাগঞ্জের মাও: আব্দুস সালাম, নীলফামারী জেলার মাও: কাজী জাহাঙ্গীর আলম, মাও: হাফিজুর রহমান, মাও: আব্দুস সালাম, রংপুরের হারুনুর রশিদ সোহেল, লালমনিরহাট জেলার ফারুক হোসেন, আবুল কাশেমসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষকবৃন্দ।
সভায় আগামী ২০ জানুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়। পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জীবন-মান উন্নয়নের জন্য নীতিমালা বাস্তবায়নসহ জাতীয়করণের দাবি জানানো হয়।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পীরসাহেব সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            