জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লেবু মিয়া (৪৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শাহ আলম (৪৫) নামে অপর এক ব্যবসায়ী।
শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লেবু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত শাহ আলম একই গ্রামের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বলেন, নিহত লেবু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শাহ আলমকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            