চট্টগ্রামের সন্দ্বীপে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত আনুমানিক ৯টায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপের নেতৃত্বে সন্দ্বীপ থানাধীন মুন্সীর হাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে আবুল বাশার মানিক (৫৫) ও মহিম উদ্দীন দীপু (২৫) নামের দুইজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মী।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমারবাঙলা/এনইউআ