মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর সমুদ্র থেকে দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার রাতের অভিযান চলাকালে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা এসব বোট আটক করে।
নৌবাহিনী জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়। রাতে টহলরত জাহাজটি দ্বীপ থেকে প্রায় ৩৬ দশমিক ৫ মাইল পশ্চিমে দুটি সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনীর জাহাজ এগিয়ে গেলে বোট দুটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোট দুটিকে আটক করা হয়।
‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ ও ‘মা বাবার দোয়া-১০’ নামের বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। বোটে থাকা ২২ জনকেও আটক করা হয়েছে।
নৌবাহিনী জানায়, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান, মাদক ও সন্ত্রাসী তৎপরতা দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আমারবাঙলা/এনইউআ