চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সরকারি বাসভবন—ডিসি হিলের গেট সামনে গাড়িচাপায় এক অন্তঃস্বত্ত্বা কুকুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপচালক ও দায়িত্বরত নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ‘হত্যা মামলা’ গ্রহণ করেছে আদালত। মামলাটি কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে লিপিবদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মামলাটি করেন তোফায়েল আহমেদ নামে এক তরুণ। তিনি নিজেকে ‘পশুপ্রেমী’ হিসেবে পরিচয় দিয়ে আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী নাজনীন জেনি জানান, সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮ ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় (পশুহত্যা) মামলাটি করা হয়েছে। পিকআপ ভ্যানচালক ও গেটের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তাদের নাম উল্লেখ করা হয়নি। তদন্তের মাধ্যমে দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
আদালত পুলিশকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার এবং প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
আবেদনে বলা হয়, গত ৪ ডিসেম্বর রাত ১১টা থেকে ১২টার মধ্যে নন্দনকাননের ডিসি হিল গেটের সামনে কুকুরটি বসে ছিল। ভেতর থেকে একটি সাদা পিকআপ বের হওয়ার সময় গেট খোলেন নিরাপত্তাকর্মী। কিন্তু তিনি কুকুরটিকে সরানোর কোনো চেষ্টা করেননি, গাড়িচালককেও সতর্ক করেননি। ফলে পিকআপটি কুকুরটিকে চাপা দিয়ে চলে যায়। পরে নিরাপত্তাকর্মীও কোনো পদক্ষেপ নেন না।
আবেদনকারীর দাবি, কুকুরটি অন্তঃস্বত্ত্বা ছিল। চালক ও নিরাপত্তাকর্মী দুজনই ঘটনাটি জানার পরও দায়িত্বশীল আচরণ করেননি।
আমারবাঙলা/এনইউআ