বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের উদ্যোগে গজারিয়া আলিম মাদ্রাসার মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছে।
ইউনিয়ন আমীর আনোয়ার হোসেন (বি.এসসি)র সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আলামিন হোসেন এর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড মো: জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে সব সময় অসহায় মানুষের পাশে ছিলো। ভবিষ্যতেও যেকোনো সমস্যা ও প্রয়োজনে মানুষের পাশে থেকে কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি আওলাদ হোসেন, ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি সিরাজুল ইসলাম, ইউনিয়ন তরবিয়ত সেক্রেটারি শাহজাহান আপ্রাত, যুব বিভাগের সভাপতি মমিনুর রহমান তুর্কি ও জামায়াত নেতা ওসমান গনি প্রমুখ।
আমার বাঙলা/ এসএ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            