বান্দরবান রুমা উপজেলা মুন্নুওয়াম পাড়া এলাকায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ভার করে সেনাবাহিনী।
রবিবার বেলা ১১টার সময় রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ার জঙ্গলে এ ঘটনা ঘটে। কুকিচিনের’র আস্তানার খবর পেয়ে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে বলে সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কুকিচিন সদস্যরা আস্তানায় অবস্থান করছে বলে খবর পায় সেনাবাহিনী। সকালে কুকিচিনের আস্তানা ঘেরাও করে অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি বিনিময় হয়। গুলি বিনিময় শেষে ওই আস্তানা থেকে কুকিচিনের ৩ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়াও ওই স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। ঘটনাস্থলে কুকিচিনের খোঁজে সেনাবাহিনী তল্লাশি চাল্লাচ্ছে।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            