নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন-ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো.সাদমান (৭)। এছাড়া সিএনজি চালক আলামিন হোসেন (২৫), তার বাড়ি ফুলপুর উপজেলার দিও গ্রামে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
একই পরিবারের তিনজন তারা আত্মীয়দের জানাজায় যাচ্ছিলেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী ঘটনাস্থলে বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় তদন্ত কমিটি করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহে আসার পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৭জন নিহত হন। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করেছেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            