চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ের একদিন না পেরোতেই মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নবদম্পতি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দবাড়ি হরিণ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—পারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বলির বাড়ির মো. জহির আহমেদের ছেলে মো. সানাউল্লাহ (২৬) ও হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মো. হাসানের মেয়ে ইপসানা বেগম (২০)। দুর্ঘটনায় ইপসানা বেগম গুরুতর আহত হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা তাদের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করেন।
আহতদের নিকটাত্মীয় ইকবাল জানান, সোমবার সমাজিকভাবে সানাউল্লাহ ও ইপসানার বিয়ে সম্পন্ন হয়। পরদিনই তারা মোটরসাইকেল নিয়ে বের হলে এ দুর্ঘটনার শিকার হন।
আমারবাঙলা/এনইউআ