জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অভিযানে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে দুই দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ। অভিযানে বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি এবং স্থানীয় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে রানা দেবনাথ জানান, ‘ভোক্তা অধিকার আইন ২০০৯’-এর ক ৫১ ধারায় মেসার্স নিরাময় মেডিকেল হল প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, ক ৩৭ ধারায় গোলাপ কলি কুলিং কর্নারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা ও বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এবং বাজার পরিচালনা কমিটির আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন যাতাতে ভোক্তাগন মানসম্মত, সঠিক দামে, স্বাস্থ্যকর পরিবেশে খাবারসহ ইত্যাদি ভোক্তার অধিকার নিশ্চিত হয়।
আমারবাঙলা/এফএইচ