ফেনী প্রতিনিধি
সারাদেশ

"সাংবাদিকদের মত-পথ ভিন্ন হতে পারে, পেশার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে": কামাল উদ্দিন সবুজ

ফেনী প্রতিনিধি

দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেছেন, গণমাধ্যম কখনো মুক্ত ছিলনা এখনও নেই, হবেও না। নানা প্রতিবন্ধকতায় সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। এমন একটা সরকার ছিলো যারা সবকিছুকে দলীয়করণ করেছিলো৷ ফেনীর সাংবাদিকরাও বিগত সময়ে একাধিক মামলার শিকার হয়েছেন। ৫ আগষ্টের পরপরই বিভিন্ন লোক খবরদারি করছেন। অনেকের চাকরিচ্যুতির খবর শুনেছি। এটি কোনভাবেই মেনে নেয়া যায় না। সাংবাদিকদের মত-পথ ভিন্ন হতে পারে। পেশার দিক দিয়ে এক ও অভিন্ন হতে হবে।

শনিবার (৩ মে) বিকেলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে ফেনী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, চব্বিশের ৫ আগস্ট বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। সাংবাদিকতার সঙ্গে রাজনীতি মেলানো কিংবা রাজনীতির সঙ্গে ব্যক্তিস্বার্থ জড়িত থাকলে সাংবাদিকতা হয়না। সাংবাদিকদের এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যতো আমাদের জাতীয় পর্যায়েও নেই। যেখানে সকল মত ও পথের জায়গায় মিলে যাবে। সেই জায়গায় আমাদের যেতে হবে। ফেনী থেকে শুরু হোক সেই যাত্রা। ফেনী নানাভাবে সমৃদ্ধ জেলা। ফেনীর সাংবাদিকরা এই দেশের সাংবাদিকরা নতুন যুগের শুভ সূচনা করুক।

কামাল উদ্দিন সবুজ বলেন, সাংবাদিকতাকে রাজনীতির সাথে মেলাবেন না। গণমাধ্যমকে জনগনের মাধ্যম করার জন্য কাজ করে যেতে হবে। ঝুঁকি মেনে নিয়েই আপনাকে আমাকে সাংবাদিকতা করে যেতে হবে। সেই সৎ সাহসটা থাকা দরকার৷ বেশি টাকা রোজগার করতে চাইলে সাংবাদিকতা না করে ব্যবসা করেন কিংবা অন্য কিছু করেন। সাংবাদিকতা করার দরকার নেই৷ আমারা সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার চাই৷

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান।

ফেনীর এ কৃতি সন্তান সবুজ আরো বলেন, গণমাধ্যমকে গনমুখী করার জন্য কাজ করতে হবে। রাজনীতিকরা নানা ধরনের অনিয়ম-দূর্নীতিতে জড়িয়ে পড়েন। তখন এসব লিখতে গেলে শত্রুতা তৈরি হয়। সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা। যুগে যুগে অনেক সাংবাদিক মারা গেছেন। ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। গত ৮ মাসে গনমাধ্যম ১৬ ধাপ এগিয়েছে। আরো এগিয়ে নিতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবদুর রহিম, আনন্দ তারকার সম্পাদক মামুনুর রশিদ, ডিবিসি নিউজের প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, মানবাধিকার সংগঠক হুমায়ুন পাটোয়ারী, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মোঃ শফিউল্লাহ রিপন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, ফটো জার্নালিস্ট ফোরামের সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, দেশ টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, ছাগলনাইয়া প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শেখ কামাল, পরশুরাম প্রেসক্লাব সভাপতি এম এ হাসান, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইমাম হাসান কচি, ইত্তেফাক ডিজিটাল প্রতিনিধি এম এ আকাশ প্রমুখ।

এ সময় ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভায় যে সিদ্ধান্ত হলো

আজ সোমবার জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্র...

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর সিদ্ধান্ত চায় সরকার

গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানা...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কোটি টাকার ভারতীয়...

গণভোট কবে, জানা যাবে আজ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তরবর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডা...

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মা...

যে কারনে বাকি আসনগুলো ফাঁকা রাখল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি আসনে স...

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন

উত্তর কোরিয়ার সাবেক মনোনীত রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং...

বিএনপির ২৩৭ আসনে মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছ...

জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে,অধ্যাদেশ জারি

নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখেই গণপ...

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা