জেলা প্রতিনিধি: যশোরে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাকিব (২৪) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাকিব যশোরের সদর উপজেলার রূপদিয়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে, রোববার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ধাবকের অনুসারী হিসেবে পরিচিত একদল সন্ত্রাসী লাঠি সোঁটা নিয়ে রাকিবসহ আরও কয়েকজনের ওপর হামলা চালায়। হামলায় রাকিবসহ অন্তত ৫ জন আহত হয়।
সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। আহত আরও চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন- কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী, ইস্তাক আহমেদ অপু, শহিদুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান আলী।
আহত ইমরান আলী বলেন, শনিবার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পিতা কাজী শাহেদ আহমেদের স্মরণে কচুয়ায় শোকসভা করা হয়। এ কারণে তারা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। পরে তারা আমাদের ওপর হামলা করে।
ঘটনার সময় আমরা নিমতলী টেকেরহাট বাজারে আমার দোকানে বসেছিলাম। এ সময় চেয়ারম্যান লুৎফুর রহমান ধাবকের ভাইপো হাফিজ ধাবক, সামাদ ধাবক, মুস্তাক ধাবক, আজিজ ধাবক, মফিজ ধাবক ও চেয়ারম্যানের ভাগনে ইসমাইল গাজী লাঠি, শাবল, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, রাকিবের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।
সন্ত্রাসী হামলায় মোহাম্মদ রাকিব (২৪) নিহতের ঘটনায় ‘আসামিদের গ্রেফতারে অভিযান চলছে’ বলে জানান যশোর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            