ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হলো। জেলার প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী কর্মকর্তা—নাজমা আশরাফী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, নাজমা আশরাফী রাঙামাটির ৯৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

নিয়োগের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও প্রশাসনিক নেতৃত্বের জন্য তিনি সুপরিচিত।

নিয়োগের খবর প্রকাশ হতেই রাঙামাটি জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার। জেলা শহর থেকে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল—সবখানে মানুষের মুখে মুখে তার নিয়োগের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে ব্যাপক অভিনন্দন ও ইতিবাচক প্রতিক্রিয়া।

রাঙামাটির এক প্রবীণ নাগরিক বলেন, “জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রশাসক দেখতে যাচ্ছি—এটা আমাদের জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে রাঙামাটি আরও এগিয়ে যাবে।”

এক তরুণ উদ্যোক্তা বলেন,“নারীরা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কতটা দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে পারেন—নাজমা আশরাফীর নিয়োগ তারই প্রমাণ।”

আরেকজন সমাজকর্মী জানান,“বছরের পর বছর পুরুষ জেলা প্রশাসক দেখেছি, কিন্তু এবার নতুন দৃষ্টিভঙ্গিতে রাঙামাটি উন্নয়নের সুযোগ পাবে বলে আমরা আশাবাদী।”

জনপ্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়ন, সুশাসন, জনগণের সেবাকে কেন্দ্র করে তাঁর অভিজ্ঞতা রাঙামাটিকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাঙামাটির মানুষ এখন অপেক্ষায়—কখন দায়িত্ব নিয়ে নতুন জেলা প্রশাসক তাঁদের পাশে দাঁড়াবেন, উন্নয়ন কার্যক্রমে আনবেন নতুন গতি, আর পাহাড়ি-বাঙালি সবার প্রত্যাশাকে আলোকিত করবেন।

রাঙামাটিতে নাজমা আশরাফীর এই নিয়োগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়—এটি নারীর অগ্রযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলন

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে...

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্...

নির্মাণের সাত বছর পরও চালু হয়নি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন

দুই শ’ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট...

রাঙামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হলো। জেলার প্রতিষ...

করপোরেট স্বার্থ দমন করছে জলবায়ু ক্ষতিগ্রস্তদের কণ্ঠ

পুড়ছে তেল-গ্যাস-কয়লা, আর ঝড়ের গতিতে নির্গত হচ্ছে কার্বন। নিদারুণ ক্ষতবিক্ষত জ...

নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি...

নির্মাণের সাত বছর পরও চালু হয়নি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন

দুই শ’ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট...

রাঙামাটিতে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হলো। জেলার প্রতিষ...

তদন্ত করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত ৩ পুলিশ

ফেনীর পরশুরামে স্থানীয় এক নারীকে উত্ত্যক্ত ও মারধর করার বিষয়ে বাদীর অভিযোগের...

করপোরেট স্বার্থ দমন করছে জলবায়ু ক্ষতিগ্রস্তদের কণ্ঠ

পুড়ছে তেল-গ্যাস-কয়লা, আর ঝড়ের গতিতে নির্গত হচ্ছে কার্বন। নিদারুণ ক্ষতবিক্ষত জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা